অনলাইন ডেস্ক : সাংবাদিক পরিচয় দিয়ে ৫ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে “বরাক নিউজ” নামে ফেসবুক পেজ-এর স্বত্বাধিকারী সায়ন আহমেদ চৌধুরীর বিরুদ্ধে সোনাই থানায় লিখিত মামলা দায়ের করেছেন সোনাইর ডুংরিপার প্রথম খণ্ডের আফতারুন নেছা নামে এক বৃদ্ধা মহিলা। তার এজাহারের ভিত্তিতে পুলিশ কাজীডহরের বাসিন্দা সায়নকে আটক করেছে।
সোনাই থানায় প্রতারনা মামলা দায়ের করে আখতারুন নেছা জানান, শনিবার রাতে কাজিডহরের বাসিন্দা সায়ন আহমেদ চৌধুরী তার ঘরে অনাধিকার প্রবেশ করে তার পুত্র সায়িম উদ্দিনের একটি অশ্লীল ভিডিও মোবাইলে ধারন করে নিজেকে সাংবাদিক হিসাবে পরিচয় দিয়ে তা সোস্যাল মিডিয়ার ভাইরাল করার হুমকি দেয়। আর এ থেকে রক্ষা পেতে হলে ১ লক্ষ টাকা দাবি করে সে। নিরুপায় হয়ে সম্মান রক্ষায় তিনি তার হাতে ৫ হাজার টাকা তুলে দেন। এরপর খোঁজখবর করে জানতে পারেন সায়ন এক প্রতারক। রবিবার সোনাই থানায় গিয়ে সায়নের বিরুদ্ধে প্রতারনার মামলা দায়ের করেন। সোনাই পুলিশ তড়িঘড়ি করে কাজিডহর থেকে সায়ন চৌধুরী কে আটক করে থানায় নিয়ে যায়।
সায়ন সম্পর্কে জানা গেছে এক উচ্চপদস্থ পুলিশকর্তার সঙ্গে কোনও সুযোগে ফটো উঠে প্রবাদ বিস্তারের জন্য সে এই ফটো তার হোয়াটসঅ্যাপ প্রোফাইলে ব্যবহার করেছে। তার বিরুদ্ধে এর আগেও সাংবাদিক সেজে অর্থ আদায়ের বহু অভিযোগ রয়েছে।