অনলাইন ডেস্ক : সমলিঙ্গ বিবাহকে আইনি স্বীকৃতি না দেওয়ার জন্য সুপ্রিম কোর্টের মুখ্য বিচারপতির কাছে আর্জি জানালো বিশ্ব হিন্দু পরিষদ।
সংগঠন এনিয়ে দেশের সবকটি অঞ্চল থেকে সুপ্রিম কোর্টের মুখ্য বিচারপতির কাছে শুক্র ও শনিবার দুদিন পর্যায়ক্রমে স্মারকপত্র প্রেরণের সিদ্ধান্ত নিয়েছে। এর অঙ্গ হিসেবে শুক্রবার শিলচরে পরিষদের দক্ষিণ পূর্ব প্রান্তের কর্মকর্তারা জেলা শাসকের মারফৎ প্রেরণ করেন স্মারকপত্র। পরিষদের কর্মকর্তা শান্তনু নায়েক বলেন, সমলিঙ্গ বিবাহ স্বীকৃতি পেলে তা হবে ভারতীয় সংস্কৃতির উপর বড়সড় আঘাত। পাশ্চাত্য সংস্কৃতির পথ ধরে এমন পদক্ষেপ নিলে তা দেশের জন্য মোটেই ভালো হবে না।
এদিন স্মারকপত্র প্রেরণের সময় শান্তনু নায়েক ছাড়াও ছিলেন স্বপন শুক্লবৈদ্য ও মিঠুন নাথ প্রমুখ।