অনলাইন ডেস্ক : শিলচর লোকসভা আসনে প্রতিদ্বন্দিতার জন্য প্রথম প্রার্থী হিসেবে সোমবার মনোনয়নপত্র পেশ করলেন তৃণমূল কংগ্রেসের রাধেশ্যাম বিশ্বাস। বেশ ভালো সংখ্যক দলীয় কর্মী- সমর্থকদের সঙ্গে নিয়ে মনোনয়নপত্র পেশ পর্ব মিটে যাবার পর দলীয় নেত্রী সুস্মিতা দেব বলেন, শিলচরে বিজেপি প্রার্থী জয়ী হলে তো শুধু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জি হুজুর হয়েই কাটিয়ে দেবেন পাঁচ বছর। বরাক উপত্যকার সমস্যা থেকে যাবে সমস্যা হয়েই। আর রাধেশ্যাম বিশ্বাস নির্বাচিত হলে, বরাকের সমস্যা নিয়ে গর্জন শোনা যাবে সংসদে।
এদিন ছিল প্রয়াত কংগ্রেস কর্মকর্তা সন্তোষ মোহন দেবের জন্মদিন। সন্তোষবাবু নিজের রাজনৈতিক জীবনে কংগ্রেস দলে থাকলেও তার মেয়ে রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব বর্তমানে তৃণমূল কংগ্রেসের তাবড় নেত্রী। আর তৃণমূল কংগ্রেস সুপ্রিমো, মমতা ব্যানার্জিও ছিলেন সন্তোষবাবুর অনুগত হিসেবে পরিচিত। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে সন্তোষ বাবুর জন্মদিনকে সামনে রেখেই আজকের দিনটা মনোনয়নপত্র পেশের জন্য বেছে নেওয়া হয়। আর মনোনয়নপত্র পেশ করার পর প্রার্থী রাধেশ্যাম বিশ্বাস সন্তোষবাবু সহ শিলচরের অন্যান্য প্রাক্তন সাংসদদের স্মরণ করে বলেন, তারা এই আসনকে যেভাবে ঐতিহ্যমন্ডিত করে গেছেন নির্বাচিত হলে তিনি এই ঐতিহ্য যাতে কোনওভাবে ক্ষুন্ন না হয়, এর জন্য সচেষ্ট হবেন।
রাধেশ্যামবাবু এদিন দুপুরে শহরের পার্ক রোডে তৃণমূল কংগ্রেসের কার্যালয় থেকে দলীয় কর্মী- সমর্থকদের নিয়ে মিছিল করে মনোনয়নপত্র পেশ করার জন্য পৌঁছান জেলা আয়ুক্তের কার্যালয়ে। রওয়ানা হওয়ার আগে তিনি তৃণমূল কংগ্রেস কার্যালয়ের অদূরে রাজীব ভবনের সামনে গিয়ে প্রয়াত সন্তোষবাবুর প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ অর্পণ করেন। শ্রদ্ধার্ঘ অর্পণে ছিলেন সুস্মিতা দেব, দলের রাজ্য সভাপতি রিপুন বরা, প্রাক্তন বিধায়ক সন্তোষবাবুর পত্নী বিথীকা দেব এবং তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি রাজেশ দেবরা । শ্রদ্ধার্ঘ অর্পণ শেষে কার্যালয়ে ফিরে সেখান থেকে শুরু হয় মিছিল। প্রচুর সংখ্যক ঢাকি সহযোগে মিছিলে বাজছিল তৃণমূলের নির্বাচনী প্রচার গানও।
মনোনয়নপত্র পেশ করার পর সংবাদ মাধ্যমের সামনে বক্তব্য রাখতে গিয়ে রাধেশ্যাম বাবু বলেন, বরাক উপত্যকা বর্তমানে বিভিন্ন দিক থেকে বঞ্চিত। নির্বাচিত হলে তিনি এই বঞ্চনার অবসান ঘটাতে সরব হবেন। সুস্মিতা দেব বলেন, নিজস্ব স্বার্থেই শিলচর লোকসভা আসনের ভোটারদের উচিত তৃণমূল কংগ্রেসকে ভোট দেওয়া। রাধেশ্যাম বাবু নির্বাচিত হলে বরাকের সমস্যা নিয়ে সংসদে গর্জন করতে পারবেন। এর বিপরীতে যদি বিজেপি প্রার্থী জয়ী হন তবে তো থেকে যাবেন মোদির জি হুজুর হয়ে, বরাকের সমস্যা থাকবে চাপা পড়ে। সুস্মিতা জানান নির্বাচনে তার দল মূলত ঈস্যূ করবে দ্রব্যমূল্য বৃদ্ধি, বেকারত্ব এবং দুর্নীতিকে।
রিপুন বরা বলেন, বর্তমানে দেশে অঘোষিত জরুরি অবস্থা চলছে। এই পরিস্থিতি থেকে উদ্ধার পেতে হলে ভোটে বিজেপিকে পরাভূত করা জরুরি। তিনি আরও বলেন, এবারের নির্বাচন আসলে দেশে গণতন্ত্র রক্ষার লড়াই। বিজেপি ফের জয়ী হলে দেশে গণতন্ত্রের অস্তিত্ব থাকবে না।
এদিকে মনোনয়নপত্র পেশ করতে গিয়ে রাধেশ্যামবাবু যে সম্পত্তির হিসেব পেশ করেছেন সে অনুযায়ী পত্নী সহ তার মোট সম্পত্তির পরিমাণ ১কোটি,২৫ লক্ষ,১৩ হাজার ২৩৬ টাকা। এর মধ্যে রাধেশ্যাম বাবুর নামে থাকা সম্পত্তির পরিমাণ ৭০,৬৭,৩৯৪ টাকা, এবং তার পত্নীর নামে সম্পত্তি রয়েছে ৫৪,৪৫,৮৫২ টাকার।
রাধেশ্যাম বাবুর নামে অস্থাবর সম্পত্তি রয়েছে ১৮,৭৭,৩৯৪ টাকার। এরমধ্যে রয়েছে ৭ লক্ষ টাকা মূল্যের নিশান গাড়ি, ৪৯ গ্রাম ওজনের স্বর্ণালংকার, ব্যাংকে জমা রাখার টাকা ও জীবন বীমা পলিসি। আর পত্নীর নামে অস্থাবর সম্পত্তি রয়েছে ১১,৯৫,৮৫২ টাকার। রাধেশ্যাম বাবুর নামে স্থাবর সম্পত্তি রয়েছে ৫১,৯০,০০০ টাকার। এর মধ্যে রয়েছে করিমগঞ্জ কামারগ্রাম প্রথম খন্ডে ১’৬২৪ একর কৃষি জমি ও কামারগ্রাম দ্বিতীয় খন্ডে বাসভবন ইত্যাদি। পত্নীর নামে স্থাবর সম্পত্তি রয়েছে ৪২,৫০,০০০ টাকার।