অনলাইন ডেস্ক : কন্যাকুমারী থেকে শুরু হওয়া ভারত জোড়া যাত্রা রবিবার দুপুর ১২টায় লাল চকে পৌঁছেছে। কংগ্রেস নেতা রাহুল গান্ধীর নেতৃত্বে এই যাত্রায় এদিন তিনি ঐতিহাসিক লাল চকে তেরঙ্গা উত্তোলন করেন। আগামীকাল ৩০ জানুয়ারি সোমবার শের ই-কাশ্মীর ক্রিকেট স্টেডিয়ামে জনসভার মাধ্যমে এই যাত্রা শেষ হবে। শ্রীনগরে পৌঁছে ভারত জোড়ো যাত্রাকে স্বাগত জানাতে রাহুল গান্ধীর সঙ্গে যোগ দেন বিপুল সংখ্যক মানুষ। সকালে পান্থ চক থেকে শুরু হওয়া যাত্রা শ্রীনগর শহরের বুলেভার্ড রোডে নেহরু পার্কের কাছে গিয়ে শেষ হবে। সোমবার শের-ই-কাশ্মীর স্টেডিয়ামে একটি জনসভা অনুষ্ঠিত হবে, যাতে বেশ কয়েকজন বিরোধী নেতা উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে। এই সমাপনী সমাবেশে প্রায় ২৩টি বিরোধী রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হয়েছে। যাত্রাকে সামনে রেখে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থার মধ্যে রবিবার সকালে চুরসু গ্রাম অবন্তিপোরা থেকে যাত্রা শুরু হয়। শনিবার, পিডিপি সভাপতি মেহবুবা মুফতি, তার মেয়ে ইলতিজা মুফতি এবং বিপুল সংখ্যক দলীয় কর্মীরা পুলওয়ামা থেকে যাত্রায় রাহুলের সাথে যোগ দিয়েছিলেন। এর বাইরে প্রিয়াঙ্কা গান্ধী নিজেও পুলওয়ামায় অংশ নিয়েছিলেন। রাহুল গান্ধী ৭ সেপ্টেম্বর কন্যাকুমারী থেকে যাত্রা শুরু করেন।