অনলাইন ডেস্ক : শৃঙ্খলাভঙ্গের দায়ে মেডিক্যাল কলেজে বহিষ্কার করা হল এক ছাত্রকে। অর্থোপেডিকসের স্নাতকোত্তর বিভাগের ২০১১-১২ ব্যাচের এই ছাত্রকে শৃঙ্খলাভঙ্গের দায়ে দোষী স্যাবস্তু করা হয়। যার পরিপ্রেক্ষিতে ড. এম কিউ লস্করকে ছয় মাসের জন্য ক্লাসে যোগদান এবং একাডেমিক সুযোগ-সুবিধাগুলি স্থগিত বাদ দেওয়া হয়েছে। এছাড়াও তাকে হোস্টেল থেকে ও বহিষ্কার করা হয়েছে। গত ১৭ মার্চ শিলচর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রিন্সিপাল কাম চিফ সুপারিনটেনডেন্টের চেম্বারে অনুষ্ঠিত একটি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। ছাত্রটিকে তার বরাদ্দকৃত জরুরী দায়িত্বে অনুপস্থিত থাকার জন্য, অধ্যক্ষ এবং উভয়ের কাছে মিথ্যা বিবৃতি দেওয়ার জন্য দোষী সাব্যস্ত করা হয়েছিল। অর্থোপেডিক্স বিভাগের অধ্যাপক ও এবং কলেজ কর্তৃপক্ষের সঙ্গে ব্যক্তিগত যোগাযোগের জন্য মধ্যস্থতাকারীদের জড়িত করার জন্য ও তাকে দোষী সাব্যস্ত করা হয় ।