অনলাইন ডেস্ক : আগামী ৩ মার্চ থেকে শুরু হচ্ছে সেবা পরিচালিত মাধ্যমিক পরীক্ষা। কাছাড়ে এবার পরীক্ষায় বসছে মোট ২১,৪৭৮ জন পরীক্ষার্থী। পরীক্ষা গ্রহণ করা হবে ৪১টি পরীক্ষা কেন্দ্র সহ ৭টি সাব ভেনুতে। সেবা সূত্রে জানা গেছে, পরীক্ষার্থীর সংখ্যা বেশি হওয়ায় জেলার উধারবন্দ ডিএন হায়ার সেকেন্ডারি স্কুল, শিলচরের ডা: বিসি রায় মেমোরিয়াল একাডেমি, লক্ষ্মীপুর আর্ল হায়ার সেকেন্ডারি স্কুল, বিহাড়া যুধিষ্টির সাহা হায়ার সেকেন্ডারি স্কুল, কালাইন হায়ার সেকেন্ডারি স্কুল, শিলচরের সিঙ্গারি এলাকার নেহরু হাইস্কুল এবং মনমোহন মজুমদার বালিকা বিদ্যানিকেতন, এই সাতটি কেন্দ্রের সাব ভেনুতেও পরীক্ষা গ্রহণের ব্যবস্থা করা হয়েছে। ডিএন হায়ার সেকেন্ডারি স্কুলের সাব ভেনুও প্র্যাকটিসিং সিনিয়র বেসিক স্কুল, বিসি রায় মেমোরিয়াল একাডেমীর সাবভেনু টেগর পাবলিক স্কুল, আর্ল হায়ার সেকেন্ডারি স্কুলের সাবভেনু বেনিসন ইংলিশ স্কুল, যুধিষ্ঠির সাহা হায়ার সেকেন্ডারি স্কুলের সাবভেনু বিক্রমপুর গোলকনাথ হায়ার সেকেন্ডারি স্কুল, কালাইন হায়ার সেকেন্ডারি স্কুলের সাবভেনু ভারত নির্মাণ বিদ্যাপীঠ, সিঙ্গারি নেহরু হাইস্কুলের সাবভেনু তিলক সিং জুনিয়র কলেজ এবং মনমোহন মজুমদার বালিকা বিদ্যানিকেতনের সাবভেনু করা হয়েছে নিরঞ্জন পাল ইনস্টিটিউটকে।
পরীক্ষার জন্য সব মিলিয়ে নিযুক্ত করা হবে ৪৬জন সুপারভাইজিং অফিসারকে। এরমধ্যে ৪১ জন থাকবেন মূল পরীক্ষা কেন্দ্রগুলিতে। সাবভেনুর মধ্যে টেগর হাইস্কুল, ভারত নির্মাণ বিদ্যাপীঠ, তিলক সিং জুনিয়র কলেজ, বেনিসন ইংলিশ স্কুল এবং বিক্রমপুর গোলকনাথ স্কুলের দূরত্ব মূল পরীক্ষা কেন্দ্র থেকে কিছুটা বেশি হওয়ায় সেসবে নিযুক্ত করা হবে পৃথক সুপারভাইজিং অফিসার। বাকি সাব ভেনুগুলো মূল কেন্দ্রের পাশাপাশি থাকায় সেসবের দায়িত্ব পালন করবেন মূল কেন্দ্রে নিযুক্ত সুপারভাইজিং অফিসাররাই।