অনলাইন ডেস্ক : দীর্ঘ সাত-আট বছর ব্যবসাপাতি খুব একটা ভাল যাচ্ছিল না। তার ওপর দু’হাজার কুড়ির করোনা অতিমারীতে ব্যবসাবাণিজ্যে বড়সড় আঘাত নেমে আসে অন্যান্য স্থানের সঙ্গে সোনাইরোডের ছোটবড় ব্যবসায়ীদের ওপরও। সেখান থেকেই এলাকার ধর্মপ্রাণ ব্যবসায়ীরা গণেশবন্দনার মনস্থ করেন। গঠন করা হয় সোনাইরোড সর্বজনীন গণশ চতুর্থী মহোৎসব কমিটি। ২০২২-এ শুরু হয় পুজো। এবার সেই পূজার দ্বিতীয় বর্ষ। প্রথম সোনাইরোডের জাতীয় সড়কের পাশে লিঙ্করোড পয়েন্টে এবারও ঘটা করে সূচনা হলো গণেশ চতুর্থী। সোমবার ছিল অধিবাস এবং মণ্ডপ উদ্বোধন। ফিতা কেটে ১৯,২০ ও ২১ সেপ্টেম্বর তিনদিনের গণেশ চতুর্থী উৎসব উদযাপনের সূচনা হয় সোমবার সন্ধ্যায়। পূজা কমিটির মুখ্য উপদেষ্টা শ্যামল বণিক ও সম্পাদক পান্না ভৌমিক, সভাপতি দিলীপ পাল প্রমুখ জানান, এবার প্রতিদিন মহাপ্রসাদ বিতরণ ছাড়াও চলছে দুঃস্থদের মধ্যে বস্ত্র বিতরণ।
উল্লেখ্য, গণেশ চতুর্থী উপলক্ষে সোনাইরোড সেজে উঠেছে রকমারি আলোয়। সোমবার সন্ধ্যা থেকেই ভক্তরা মণ্ডপে ভিড় জমিয়েছেন। পুজো কমিটির কর্মকর্তারা সবাইকে তিনদিনের এ আয়োজন সফল করে তোলা ও প্রসাদ গ্রহণ করতে সাদরে আমন্ত্রণ জানিয়েছেন।