অনলাইন ডেস্ক : কবে নাগাদ হবে শিলচর পুর নিগমের নির্বাচন। এ নিয়ে ধোঁয়াশার এখনও অবসান হয়নি। যদিও শাসকদলের এক সূত্র দাবি করেছেন ত্রিপুরা বিধানসভা নির্বাচনের পরপরই শিলচর পুরনিগমের নির্বাচন নিয়ে শুরু হবে তোড়জোড়। এদিকে নিগমে শাসকদলের পক্ষ থেকে কাকে মেয়র হিসেবে তুলে ধরা হবে এপর্যন্ত স্পষ্ট হয়নি তা।
নিগমের নির্বাচনে বিজেপি জয়লাভ করলে মেয়র পদে কে আসীন হবেন এ নিয়ে ইতিমধ্যেই উঠে এসেছে অনেক নাম। এর জন্য দাবিদাররা ইতিমধ্যে দলের শীর্ষ নেতৃত্বের মন জয়ের জন্য শুরু করে দিয়েছেন দৌড়ঝাঁপ। তবে এসবের মাঝে মেয়র পদ সংরক্ষণের আওতায় চলে গেলে ভঙ্গ হতে পারে অনেকেরই স্বপ্ন। দলীয় এক সূত্র জানান, এবার মেয়র পদ সংরক্ষিত হতে পারে মহিলাদের জন্য। সম্ভাবনা রয়েছে তপশিলি জাতির জন্য সংরক্ষিত হওয়ারও। তবে মহিলাদের জন্য সংরক্ষিত হওয়ারই সম্ভাবনা বেশি । এই পরিস্থিতিতে পদ বাগাতে তাবড় তাবড় যারা দৌড়ঝাঁপ শুরু করেছেন তাদের অনেকেরই স্বপ্নভঙ্গ হওয়ার সম্ভাবনা।
নিগম দখল করবে শাসক দলই, এই বিশ্বাসের বশবর্তী হয়ে মেয়র পদের জন্য দলের অনেকেই শুরু করেছেন দৌড়ঝাপ। এতে দলের অভ্যন্তরে চর্চায় উঠে আসছে দলের জেলা সভাপতি বিমলেন্দু রায় থেকে ধরে রাজ্য কমিটির সম্পাদক কনাদ পুরকায়স্থ, জেলা কমিটির সম্পাদক অভ্রজিত চক্রবর্তী (ঝলক), , শিলচর ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান মঞ্জুল দেব, পুরসভার প্রাক্তন সহ-সভাপতি চামেলী পালের স্বামী অমরেন্দ্র পাল, অবসরপ্রাপ্ত সরকারি আধিকারিক রসরাজ দাস ও সাংসদ রাজদীপ রায়ের প্রতিনিধি পুলক দাস সহ আইনজীবী শান্তনু নায়কদের নাম। এই দৌড়ে কে এগিয়ে, কে পিছিয়ে এনিয়ে দলের অভ্যন্তরে চলছে নানা চর্চা। এসবের পাশাপাশি মেয়র পর সংরক্ষিত হবে এমন ভাবনার বশেও নিজেদের অনুকূলে স্বপ্ন দেখতে শুরু করেছেন আরও কয়েকজন। এরমধ্যে রয়েছেন প্রাক্তন পুরসদস্য রাজেশ দাস,ও চামেলি পাল এবং আইনজীবী নিহার রঞ্জন দাসের মতো কয়েকজন। পদ অনুসূচিত জাতির জন্য সংরক্ষিত হলে রাজেশ ও নিহারের ভাগ্যে শিকে ছিঁড়তে পারে বলে স্বপ্ন দেখছেন তাদের ঘনিষ্ঠরা। একইভাবে মহিলা সংরক্ষিত হলে খুলে যেতে পারে চামেলী পাল বা অন্য কোনও দলীয় নেত্রীর ভাগ্য। যদিও দলীয় সূত্রটি জোর গলায় দাবী করেন শেষপর্যন্ত মেয়র পদ সংরক্ষিত হবে মহিলাদের জন্যই। সূত্রটির কথায়, গুয়াহাটি পুরনিগমের মেয়র পদ যেহেতু উন্মুক্ত রাখা হয়েছে, তাই সংরক্ষণের নিয়ম অনুযায়ী শিলচরের মেয়র পদ মহিলাদের জন্য সংরক্ষিত হওয়ারই সমূহ সম্ভাবনা।