অনলাইন ডেস্ক : শিলচর জেলা ক্রীড়া সংস্থার বহু প্রতিকিত দ্বি-বার্ষিক সাধারণ সভা (বিজিএম) হবে ২৫ জুন (রবিবার)। সকাল ১১টায় ডিএসএ কমপ্লেক্সের আশীর্বাদ বিবাহ ভবনে।
এতে আগের কমিটি ভেঙে আগামী দু’বছরের জন্য নতুন কার্যকরী কমিটি গঠন করা হবে। বৃহস্পতিবার ডিএসএ-র গভর্নিং বডির (জিবি) সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সভার শুরুতে ২০২২-২০২৩ অর্থ বছরের হিসাব অনুমোদন পেয়েছে। এরপর সম্পাদকের ৯৭ পৃষ্ঠার প্রতিবেদনও অনুমোদন দিয়ে জিবি প্রেরণ করেছে বিজিএমে।
অসম অলিম্পিক সংস্থার নির্দেশ মেনে এবং ডিএসএ-র সংবিধান অনুযায়ী এবার কমিটি গঠনের জন্য নির্বাচন প্রক্রিয়ায় কিছুটা পরিবর্তন থাকছে। যেমন সব লাইফ মেম্বাররা এবার ভোটাধিকার পাবেন না। মোট আজীবন সদস্যের মধ্যে এক তৃতীয়াংশ অর্থাৎ ১১ জন আজীবন সদস্য নিজেদের ভোট প্রয়োগ করতে পারবে। এছাড়া বি এবং জি ক্যাটেগরির ক্লাবেব মধ্যেও কিছু পরিবর্তন আসছ।বি ক্যাটেগরিতে যাদের একজন প্রতিনিধি ছিল তাদের প্রতিনিধির সংখ্যা বাড়িয়ে করা হয় দুই। আর বি ক্যাটেগবির যে সমস্ত ক্লাবে একজন প্রতিনিধি ছিল তারা দুই জন প্রতিনিধি প্রেরণ করতে পারবে।
ডিএসএ -র কমিটি গড়ার জন্য সাধারণ পরিষদের মোট ২২৮ জন সদস্য ভোট দান করতে পারবেন। এরমধ্যে আছেন এক্স ওফিসিও মেম্বার তিনজন সভাপতি, সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষ। এ ক্যাটেগরির ২০টি ক্লাব থেকে ছয় জন করে আসবেন মোট ১২০ জন। বি ক্যাটেগরির ৩৬ জন, জি ক্যাটেগরি থেকে ২৩ জন। আটটি প্রতিষ্ঠান থেকে ২ জন করে আসবেন ১৬ জন, অন্য ১৯টি স্কুল থেকে একজন করে ১৯ জন ও আজীবন সদস্য ১১ জন। সহযোগী ক্লাবের একজন করে মেম্বার এলেও তারা ভোট দেবেন না।
জিবির প্রস্তাব অনুযায়ী অনুমোদিত প্রতিটি ক্লাব তাদের প্রতিনিধির তালিকা ১০ জুন সন্ধ্যা ৭ টার মধ্যে ডিএসএ-র অফিসে জমা করতে হবে। পরের দিন অর্থাৎ ১১ জুন আজীবন সদস্যদের নিয়ে সভায় বসবেন সংস্থার উচ্চ পদাধিকারীরা। সেখানেই স্থির হবে ৩৩ জন আজীবন সদস্যের মধ্যে এক তৃতীয়াংশ কোন ১১ জন ভোটাধিকার পাবেন। আজীবন সদস্যদের মধ্যে যদি কারোর নাম সাধারন পরিষদে প্রতিনিধির তালিকায় থাকে তাহলে তাকে লাইফ মেম্বারদের আলোচনা সভায় ডাকা হবেনা।
১৪ জুন ২২৮ জন সাধারণ পরিষদের নয়া তালিকা প্রকাশ করবে সংস্থা।
সংস্থা সচিব বিজেন্দ্রপ্রসাদ সিং জানান, সহযোগী ক্লাব হতে চেয়ে এবারও প্রায় ১৫টি ক্লাব আবেদন করেছে। বৃহস্পতিবার জিবি সভায় তাদের নিয়ে আলোচনা হলেও তাদের আবেদন সহজে অনুমোদন পায়নি। সহযোগী ক্লাবের স্বীকৃতি পেতে তাদের ভাগ্য তুলে দেওয়া হয়েছে তিন জনের কমিটির হাতে। তিন জনের কমিটিতে রয়েছেন চেয়ারম্যান সংস্থার সহ সভাপতি (প্রশাসন) ডা: সিদ্ধার্থশঙ্কর ভট্টাচার্য, কনভেনর সহ সচিব ( প্রশাসন) যাদব পাল, সদস্য বিকাশ শ্যাম। তারাই ক্লাব গুলির বর্তমান অবস্থান বিচার করে বাছাই করা নাম পাঠিয়ে দেবেন বিজিএমে।