অনলাইন ডেস্ক : বিশেষ বিলম্ব হল না। শিলচর জেলা ক্রীড়া সংস্থার দ্বি – বার্ষিক সাধারণ সভার দিনক্ষণ স্থির করে দিল আসাম অলিম্পিক সংস্থা (এওএ )। লক্ষ্য কোঁওরদের নির্দেশ মানলে আগামী ১৬ জুলাই অনুষ্ঠিত হবে বহু প্রতিক্ষিত তথা বিতর্কিত এই বিজিএম। চিঠির মাধ্যমে শিলচর ডিএসএ কে এই কথা জানালো এওএ। আসাম অলিম্পিক সংস্থার সচিব লক্ষ্য কোঁওর শনিবার এ মর্মে জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সচিব বিজেন্দ্র প্রসাদ সিংকে এক পত্র মারফত এ খবর জানিয়েছেন। একই সঙ্গে তিনি এওএ সচিব ডিএসএ-র এই সভায় পর্যবেক্ষক হিসেবে দুইজন প্রতিনিধিকে নিয়োগ করেছেন। আসন্ন বিজিএমে পর্যবেক্ষক হিসেবে থাকবেন করিমগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সভাপতি অমলেশ চৌধুরী এবং হাইলাকান্দি জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শৈবাল সেনগুপ্ত। উল্লেখ্য, গত ২৫ জুন বিজিএম হওয়ার কথা ছিল। কিন্তু এর তিনদিন আগে কাছাড় জেলা প্রশাসনের এক চিঠির পরিপ্রেক্ষিতে ২৩ তারিখ সন্ধ্যায় জিবি মিটিং ডেকে বিজিএম স্থগিত রাখা হয়। সেই সময় আসাম অলিম্পিক সংস্থার সচিব লক্ষ্য কোঁওর এক অফিসিয়াল পত্রের মাধ্যমে সে সভা পিছিয়ে নেওয়ার কথা বলেছিলেন। তাতে তিনিও শহরের বন্যাতঙ্ক মাথায় রেখে বিজিএম স্থগিতের পক্ষে সওয়াল করেন। এবার দুজন পর্যবেক্ষকের নাম ঘোষণা করে লক্ষ্য কোওর সেই রাস্তা পরিষ্কার করে দিলেন।