অনলাইন ডেস্ক : কম খরচে বিমানযোগে এবার রাজ্যের রাজধানী গুয়াহাটিতে পৌঁছার সুবর্ণ সুযোগ এসে গেল শিলচরবাসীর কাছে। কারণ বৃহস্পতিবার গুয়াহাটি – শিলচর – গুয়াহাটি বিমান পরিষেবা শুরু করল ফ্লাই বিগ বিমান সংস্থা । গুয়াহাটি থেকে শিলচরগামী বিমানের ফ্ল্যাগঅফ করেন রাজ্যের মন্ত্রী জয়ন্তমল্ল বড়ুয়া। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মারই এই বিমান পরিষেবার শুভ সূচনা করার কথা ছিল। তবে মুখ্যমন্ত্রী উপস্থিত থাকতে না পারায় জয়ন্তমল্লকেই ফ্ল্যাগ অফ করতে হয়। এরপর এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, ‘ অসমের পর্যটনের অগ্রগতিতে বেশ অগ্রণী ভূমিকা পালন করবে এই বিমান পরিষেবা। গুয়াহাটি -ডিব্রুগড়ের পর এবার শিলচর – গুয়াহাটি। আগামীতে গুয়াহাটি -যোরহাট সার্ভিসও চালু করা হবে। ‘ শিলচরে সেই বিমান পৌঁছালে সেখানে উপস্থিত ছিলেন সাংসদ ড. রাজদীপ রায়। পরে সকাল সাড়ে দশটায় শিলচর কুম্ভীরগ্ৰাম বিমানবন্দরে এই পরিষেবার আনুষ্ঠানিক সূচনা করেন শিলচরের সাংসদ রাজদীপ রায় । সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাংসদ রাজদীপ রায় বলেন, ফ্লাই বিগ সংস্থা শিলচর গুয়াহাটি সেক্টরে তাদের অপারেশন চালু করেছে। ফ্লাই বিগের সঙ্গে রাজ্য সরকারের একটি চুক্তি হয়েছে । চুক্তির দরুণ ভূর্তুকি দেওয়া হবে । ৭২ জন যাত্রী নিয়ে এই বিমানটি চলাচল করবে । বিমানের টিকিটের মূল্য অনেকটা কম থাকবে বলে উল্লেখ করে তিনি বলেন, ১৪০০ টাকার বিনিময়ে আজকে মানুষ শিলচর থেকে গুয়াহাটি যেতে পারছি । বরাকের মানুষের যাতায়াতের সমস্যার কথা মাথা রেখে এই পরিষেবা চালু করায় ফ্লাইবিগ বিমান সংস্থা, রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ও ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানান তিনি । অন্যান্য কথার পাশাপাশি রাজদীপ বলেন, গ্রিনফিল্ড বিমাবন্দরের জমি অধিগ্রহণের কাজ অনেকটাই এগিয়ে গিয়েছে। এখন শুধু কিছু নথিপত্রের কাজ বাকি। এছাড়াও শীঘ্রই মহাসড়কের কাজও শেষ হয়ে যাবে বলে জানান তিনি।
উল্লেখ্য বৃহস্পতিবার সকালে ৬১ জন যাত্রী নিয়ে ফ্রাই বিগের বিমানটি গুয়াহাটি থেকে শিলচরে অবতরন করে । পরে আবার বিমানটি ৬১ জন যাত্রী নিয়ে গুয়াহাটির উদ্দেশ্যে রওনা দেয় । অনুষ্ঠানে অন্যান্যদের পাশাপাশি উপস্থিত ছিলেন এয়ারপোর্ট অথরিটির ডাইরেক্টর পিকে গড়াই, ও এস ডি অর্ণব দাস , ফ্লাই বিগ বিমান সংস্থার সিএস ও তথা সহ সভাপতি রাজীব শর্মা , সিকিউরিটি ইনচার্জ অনির্বাণ বিশ্বাস প্রমুখ ।