অনলাইন ডেস্ক : শিলচর থেকে নতুন দুইটি বিমান পরিষেবা চালু করবে ফ্লাই বিগ বিমান সংস্থা । গুয়াহাটি – শিলচর – গুয়াটির মধ্যে চলাচল করবে বিমান দুটি। এব্যাপারে শিলচর বিমানবন্দরের এক সূত্রে জানা যায়, আাগামী ১৫ মে থেকে S9 236/237 গুয়াহাটি – শিলচর – গুয়াহাটি ফ্লাই বিগের বিমানটি সপ্তাহে সাত দিন চলাচল করবে । এছাড়াও ফ্লাই বিগের S9 238/239 গুয়াহাটি – শিলচর – গুয়াহাটি বিমানটি চলাচল করবে শুধু সোমবার। উল্লেখ্য, রাজ্যের মুখ্যমন্ত্রী ডঃ হিমন্তবিশ্ব শর্মা কেবিনেট বৈঠকের পর বিমান চলাচলের বিষয়টি জানিয়েছিলেন । ২৫ মার্চ ফ্লাই বিগ বিমান সংস্থার সঙ্গে একটি মউ স্বাক্ষর করেন রাজ্যের মুখ্যমন্ত্রী । আগামী ১৫ মে গুয়াহাটি – শিলচর – গুয়াহাটি বিমান চলাচলের সূচনা হবে । এদিন, ৬টা ৩৫ মিনিটে বিমাটি গুয়াহাটি থেকে উড়ান দিয়ে ৮টা ১০ মিনিটে শিলচর বিমানবন্দরে অবতরণ করবে এবং ৮ টা ৩০ মিনিটে বিমানটি ফের গুয়াহাটি উদ্দেশ্য যাত্রা করবে । প্রসঙ্গত , আগামী ১ মে থেকে ইন্ডিগো বিমান সংস্থা কলকাতা – শিলচর – কলকাতা বিমান পরিষেবা শুরু করার সিদ্ধান্ত নিয়েছিল । কিন্ত শুরুর আগেই বিমান দুইটি বাতিল করে নেয় ইন্ডিগো বিমান সংস্থা । এনিয়ে যাত্রীদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে ।