অনলাইন ডেস্ক : শিলচরে চাঞ্চল্যকর ঘটনা ঘটল। এবার শিলচর কেন্দ্রীয় কারাগার থেকে পালিয়ে গেল দুই যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদি। জেলের
দেওয়ালের নিচে সুড়ঙ্গ করে পালায় হিফজুর রহমান ও দীপ নুনিয়া নামে দুই বন্দি। শিলচর কেন্দ্রীয় কারাগারের শক্তিশালী পাঁচিলের নিচে সিঁধ কেটে পালিয়ে যাওয়ার ঘটনায় উপত্যকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
পলাতক হিফজুর রহমান আবার কুখ্যাত নাজ হত্যার সাজাপ্রাপ্ত কয়েদি। বাড়ি করিমগঞ্জ জেলার ভাঙ্গায়। দীপ নুনিয়া শিলচর শহর সংলগ্ন ঘুঙ্গুরের বাসিন্দা। সেও এক মহিলার মৃত্যুর সঙ্গে জড়িত।
২০১১ সালে করিমগঞ্জে নাজ হত্যার দায়ে হিফজুর রহমানকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল। এক সময় এই নাজ হত্যাকান্ড পুরো বরাক উপত্যকায় আলোড়ন সৃষ্টি করেছিল। দীর্ঘ সময় করিমগঞ্জ জেলে থাকার পর নিরাপত্তাজনিত কারণে কয়েক মাস আগে হিফজুরকে শিলচর কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়। এদিকে, ২০১৮ সালে শিলচর শহরতলীর মেহেরপুর এলাকার এক মহিলাকে খুনের দায়ে দীপ নুনিয়াকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল। পুলিশ বিষয়ের তদন্ত চালিয়ে যাচ্ছে।