অনলাইন ডেস্ক : স্বামীকে খুন করল স্ত্রী। ঘটনাটি ঘটেছে শিলচর মেহেরপুরের কাবিউড়া অঞ্চলে। পরে ঘাতক স্ত্রী পুলিশের কাছে আত্মসমর্পণ করেন।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, ফারমিন উদ্দিন নামে নিহত ব্যক্তিকে তার স্ত্রী মাম্পি বেগম ছুরিকাঘাত করেন এবং পরে তিনি শিলচর রাঙ্গিরখাড়ি থানায় সশরীরে হাজির হয়ে আত্মসমর্পণ করেন। নিহত ফরমিন উদ্দিন পেশায় অটো চালক। তিনি মূলত হাইলাকান্দি জেলার লালার বাসিন্দা হলেও গত ১৫ বছর থেকে মেহেরপুরের কবিউড়ায় পরিবার নিয়ে একটি বাসা ভাড়া করে থাকেন, তাদের দুই ছেলেও আছে। পারিবারিক কলহের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। ঘটনাটি সম্পর্কে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে তাদের ছেলে বলে, “তাদের দুজনের মধ্যে পারিবারিক বিরোধ ছিল এবং আমার মা একটি ছুরি দিয়ে আমার বাবাকে পেটে এবং বুকে আঘাত করেছিলেন। আমার বাবার চিৎকার শুনে চাচা এসেছিলেন। চাচাই ওকে মেডিক্যাল কলেজে নিয়ে যান।” ঘটনার বিবরণ দিতে গিয়ে এক প্রতিবেশী বলেন, “সন্ধ্যায় স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। স্বামী পরে কাজে চলে যায়। রাতে বাড়িতে এসে আবার তাদের মধ্যে ঝগড়া হয়। স্ত্রী তাকে ধারালো অস্ত্র দিয়ে ইঘাত করে। পরে তাকে শিলচর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হলেও সেখানে পৌঁছানোর আগেই তিনি মারা যান।”