অনলাইন ডেস্ক : শিলচর শহরকে ‘স্মার্ট সিটি’ হিসেবে গড়ার স্বপ্ন দেখেন অনেকেই। কিন্তু একটা শহরকে ‘স্মার্ট’ করার প্রথম যে শর্ত, সেই স্বচ্ছ ও পরিচ্ছন্নতার বিষয়ে এখনও শহরবাসী যথেষ্ট উদাসীন। তবু এই লক্ষ্যে নতুন দিশা দেখাচ্ছে শিলচরের ব্যবসায়িক প্রতিষ্ঠান পোদ্দার টয়োটা। সংস্থার অভিনব উদ্যোগ ‘পোদ্দার টয়োটা ক্লিন শিলচর কনটেস্ট’ শহরে ব্যাপক সাড়া ফেলেছে। গতবছর ১৫ আগস্ট শুরু হওয়া এই প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ ছিল রবিবার। এদিন সংস্থার কার্যালয়ে এক জাঁকালো অনুষ্ঠানে শহরের সেরা স্বচ্ছ গলির বাসিন্দাদের হাতে পুরষ্কার তুলে দেওয়া হয়।
প্রতিযোগিতায় সেরা পরিচ্ছন্ন গলির শিরোপা পেয়েছে ইটখোলার ডেভেলপমেন্ট কমপ্লেক্স। দ্বিতীয় হয়েছে ন্যাশনাল হাইওয়ের উদয়াচল লেন এবং তৃতীয় স্থান দখল করেছে ন্যাশনাল হাইওয়ে এলাকার জগৎবন্ধু লেন। তিন স্থানাধিকারীদের যথাক্রমে নগদ ২৫ হাজার, ১৫ হাজার এবং দশ হাজার টাকা সহ ট্রফি ও শংসাপত্র তুলে দেন শিলচরের বিশিষ্ট চিকিৎসক তথা অনুষ্ঠানের মুখ্য অতিথি ডাঃ রত্নদীপ বোস। পোদ্দার টয়োটার ঘোষণা অনুযায়ী একইসঙ্গে মোট ১৯টি গলিকে স্বান্তনা পুরষ্কার দেওয়া হয়। এই গলিগুলি হল- তারাপুরের কালীবাড়ি রোড, ইটখোলার কুঞ্জবিহারী লেন, ঘনিয়ালার কৃষ্ণনগর রোড, সৎসঙ্ঘ আশ্রম রোডের রুক্মিণী লেন, সুকান্ত লেন, গুণরায় লেন, চেংকুড়ি রোডের আজাদ হিন্দ রোড, অম্বিকাপট্টির শঙ্কর তিওয়ারি লেন, মৌলবি রোড, চার্চরোড বাইলেন, সুরেন্দ্র ধর লেন, ন্যাশনাল হাইওয়ের রামকৃষ্ণ সরণি, ওয়েস্টেন্ড কমপ্লেক্স, একডালিয়া লেন, নেতাজী লেন, ইটখোলার রাধাগোবিন্দ লেন, আশ্রম রোডের দুর্গা মণ্ডপ, তারাপুরের নবপল্লি লেন, মালুগ্রামের শ্যামসুন্দর লেন। এই ১৯টি লেনের বাসিন্দাদের নগদ দু’হাজার টাকা সহ শংসাপত্র তুলে দেন প্রতিযোগিতার দুই বিচারক সৌমিত্র শংকর চৌধুরী ও চয়ন ভট্টাচার্য ছাড়াও সাংবাদিক উত্তমকুমার সী, রাজনীতিবিদ নিত্যভূষণ দে, সমাজকর্মী মিঠুন রায়, পোদ্দার টয়োটার কর্ণধার বিবেক পোদ্দার ও সুরমিতা রায় পোদ্দার প্রমুখ। প্রতিযোগিতায় বিজয়ী প্রতিটি গলিকে সংস্থার পক্ষ থেকে বড় মাপের একটি ডাস্টবিনও তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে বিবেক পোদ্দার জানান, এই প্রতিযোগিতার আয়োজন করে তাঁরা শহরে ব্যাপক সাড়া পেয়েছেন। শহরের শতাধিক লেন-বাইলেন থেকে নিজেদের গলি পরিস্কার রাখার এই প্রতিযোগিতায় অংশ নেয়। শিলচর শহরকে সুন্দর রাখার এই প্রয়াস আগামী দিনে অন্যান্য গলিগুলিকেও উৎসাহ জোগাবে বলে তিনি আশা প্রকাশ করেন। সেই সঙ্গে তিনি আগামীতে অংশগ্রহণকারী প্রতিটি গলির জন্য একটি করে ডাস্টবিন পোদ্দার টয়োটার পক্ষ থেকে দেওয়া হবে বলে উল্লেখ করেন।