অনলাইন ডেস্ক : পুজোর মুখে শিলচরে সক্রিয় হয়ে উঠল শরীরে রাসায়নিক ছিটিয়ে অর্থ লুটেরা চক্র। মঙ্গল এবং বুধবার দু’দিনে শহরে এই চক্রের শিকার হয়েছেন কমপক্ষে দুজন। একজনের কাছ থেকে হাতিয়ে নেওয়া হয়েছে প্রায় ৫ লক্ষ এবং অন্যজনের কাছ থেকে ৪০ হাজার টাকা।
বুধবার বিকেলে ৫ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার ঘটনা ঘটে সেন্ট্রাল রোডে দেবদূত মোড়ের কাছে ডিএনএনকে গার্লস হায়ার সেকেন্ডারি স্কুলে ঢুকার রাস্তায়। প্রতারকদের শিকার হয়েছেন কালীবাড়ি চরের বাসিন্দা কাজল দাস নামে এক ব্যক্তি। কাজল বাবু এক হোলসেল সব্জি ব্যবসায়ী প্রতিষ্ঠানের কর্মী।
তিনি জানান, বিকেল সাড়ে তিনটা নাগাদ সেন্ট্রাল রোডে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক থেকে উঠান ১ লক্ষ ৪০ হাজার টাকা। এছাড়া তার কাছে আগে থেকেই ছিল তিনি যে প্রতিষ্ঠানে কাজ করেন সেই প্রতিষ্ঠানের কালেকশনের আরও টাকা। সব মিলিয়ে তার কাছে ছিল প্রায় ৫ লক্ষ টাকা। টাকা একটি ব্যাগে রেখে তিনি ব্যাগটি পিঠে ঝুলিয়ে অন্য কাজের জন্য ব্যাঙ্ক থেকে বেরিয়ে রওয়ানা হন দেবদূত মোড়ের দিকে। দেবদূত মোড়ের কাছাকাছি এলাকায়
পৌঁছার পর তিনি কাঁধে ও পিঠে প্রচন্ড জ্বলন অনুভব করতে থাকেন। সহ্য করতে না পেরে কাধ ও পিঠ ধোওয়ার জন্য একটি দোকান থেকে জলের বোতল কিনে ডিএনএনকে স্কুলের গলিতে একটু ভেতরে ঢুকেন। এরপর ব্যাগ পিঠ থেকে নামিয়ে পাশে রেখে জল ঢেলে কাঁধ ও পিঠ ধুতে শুরু করেন। ধোওয়া শেষ হওয়ার পরই দেখেন, পাশে থাকা টাকার ব্যাগ গায়েব। তিনি ধোওয়ায় ব্যস্ত থাকার সময়, ব্যাগ থেকে নজর সরে গিয়েছিল, সেই সুযোগে কেউ হাতিয়ে নিয়ে গেছে তা। জানা গেছে এর আগে মঙ্গলবার শহরের হাইলাকান্দি রোডে স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার নিউ শিলচর শাখার কাছে অন্য এক ব্যক্তির ৪০ হাজার টাকা একইভাবে হাতিয়ে নেওয়া হয়।
পুলিশ ইতিমধ্যে দুটি ঘটনা নিয়েই তদন্ত শুরু করেছে। অনুমান করা হচ্ছে, শিকারদের পিঠে রাসায়নিক ছিটিয়ে দেওয়া হচ্ছে। যাতে করে তারা প্রচন্ড জ্বলনের দরুন বেসামাল হয়ে পড়েন। এরপর সুযোগ বুঝে হাতিয়ে নেওয়া হচ্ছে টাকা। পর পর দুদিন এমন ঘটনাকে ঘিরে শহরের জনমানসে সৃষ্টি হয়েছে আতঙ্কের।