অনলাইন ডেস্ক : শিশু কন্যাকে ধর্ষণের মামলায় যুবককে ২০ বছর কারাবাসের সাজা শোনালো কাছাড়ের এডিশনাল সেশন জাজ (স্প্যাশাল জাজ, পক্সো) নারায়ণ কুরির আদালত। সাজাপ্রাপ্ত যুবক বিপুল সরকার (২৫) শিলচর থানা এলাকার নতুন কাঞ্চনপুরের বাসিন্দা।
ঘটনা ২০১৯ সালের ২৭ আগস্ট রাতের। ওইদিন রাত সাড়ে ৯টা নাগাদ শিলচর ন্যাশনাল হাইওয়ে এলাকায় বছর ৭-এর এক নাবালিকাকে ফুসলিয়ে তার উপর বলপূর্বক পাশবিক অত্যাচার চালায় বিপুল। বিপুল এক টেন্ট হাউসে কাজ করতো। শিশুকন্যার পরিবার ভাড়া থাকত ন্যাশনাল হাইওয়ে এলাকায়। ওই ভাড়াবাড়ির কাছেই একটি বাড়িতে ঘটনার রাতে ঘরের ঢালাই-এর কাজ চলছিল। বিপুল ঢালাই এর কাজের জন্য ওই বাড়িতে লাইট লাগাতে গিয়েছিল। এসবের মাঝে শিশু কন্যাকে দেখে তার পাশবিক প্রবৃত্তি জেগে ওঠে। সে মোবাইল, টাকা ও চকলেট দেবার লোভ দেখিয়ে শিশু কন্যাকে পাশেই একটি অন্ধকার স্থানে নিয়ে যায় । এরপর তার মুখে চাপা দিয়ে চরিতার্থ করে পাশবিক বাসনা। বিপুলের পাশবিক থাবায় শিশুকন্যা রক্তাক্ত হয়ে পড়ে। পাশবিক বাসনা চরিতার্থ করার পর বিপুল শিশুকন্যাকে একথা কাউকে না বলার জন্য ভয় দেখায়। এতে যন্ত্রণায় কাতর হয়ে পড়লেও শিশু কন্যা বাড়িতে ফিরে কাউকে কিছু বলেনি। তবে জামায় লেগে থাকা রক্তের দাগ তার মায়ের চোখে পড়ে যায়। রক্তের দাগ দেখে মা তাকে জিজ্ঞেস করলে শিশুকন্যা সব কিছু খুলে বলে। পরদিন শিশুকন্যার মা এনিয়ে ন্যাশনাল হাইওয়ে পুলিশ পেট্রোল পোস্টে দায়ের করেন এজাহার। এর ভিত্তিতে পুলিশ মামলা নথিভুক্ত করে তদন্ত চালায়। পুলিশি তদন্ত প্রক্রিয়ার পর মামলা গড়ায় আদালতে। বিচার প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার আদালত রায় ঘোষণা করে। এতে বিপুলকে দোষী সাব্যস্ত করে পক্সো আইনের ৬ নম্বর ধারায় ২০ বছর সশ্রম কারাবাসের সাজা শুনিয়ে সঙ্গে জরিমানা করা হয়েছে ২০ হাজার টাকা। জরিমানা অনাদায়ে তাকে ভোগ করতে হবে আরও ৬ মাসের কারাদণ্ড। এর পাশাপাশি বিপুল কে ভারতীয় দণ্ডবিধির ৫০৬ নম্বর ধারায়ও দোষী সাব্যস্ত করে ২ বছর কারাবাসের সাজা শুনিয়ে জরিমানা করা হয়েছে ৫ হাজার টাকা। এক্ষেত্রে জরিমানা অনাদায়ে তাকে ভোগ করতে হবে আরও ২ মাসের কারাদণ্ড। দুটি সাজাই চলবে একসঙ্গে।