অনলাইন ডেস্ক : নানা কর্মসূচির মধ্যদিয়ে প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতরত্ন রাজীব গান্ধীর ৩২তম মৃত্যুবার্ষিকী পালন করল শিলচর জেলা কংগ্রেস কমিটি।
এ উপলক্ষে রবিবার সকালে শিলচর ইন্দিরা ভবন প্রাঙ্গণে দলীয় পতাকা উত্তোলন করেন জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল। সঙ্গে ছিলেন দলের বিভিন্ন শাখা সংগঠন, দলীয় প্রতিনিধি সহ বিভিন্ন স্তরের কংগ্রেস কর্মীরা। এরপর প্রয়াত প্রধানমন্ত্রীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করেন সবাই। এরপর ‘বিশ্ব শাসনকারী যুবনেতা’ শীর্ষক এক আলোচনা সভাও অনুষ্ঠিত হয় এদিন। এতে অংশ নিয়ে বিভিন্ন বক্তা বলেন, দেশে কম্পিউটার-এর প্রবর্তন এবং পঞ্চায়েত রাজ প্রতিষ্ঠায় রাজীব গান্ধীর অবদান ছিল অতুলনীয়। সত্যিকার অর্থেই তিনি ছিলেন একজন দূরদর্শী নেতা। পরে জেলা সভাপতি অভিজিৎ পালের নেতৃত্বে কংগ্রেসের এক প্রতিনিধি দল যান শিলচর রেড ক্রস হাসপাতালে। সেখানে চিকিৎসাধীন রোগীদের ফল-মূল বিতরণ করেন তাঁরা। সন্ধ্যায় ইন্দিরা ভবন প্রাঙ্গণে প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রতি শ্রদ্ধা জানাতে প্রজ্বলিত করা হয় মোমবাতি।