অনলাইন ডেস্ক : শহরের মেহেরপুর বটেরতল এলাকার যুবক শোভন দাস (৩২)-এর মৃত্যুর ঘটনায় পুলিশ আটক করলো এক মহিলাকে। বর্ণালী দাস (২৭) নামে ওই মহিলা শোভনের প্রতিবেশী।
জানা গেছে, পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য সোমবার বর্ণালীকে আটক করে। শোভনের মৃত্যু নিয়ে তার পরিবারের পক্ষ থেকে যে এজাহার দায়ের করা হয়েছে, এতে সন্দেহ ব্যক্ত করা হয়েছে বর্ণালীকে ঘিরে। তাই পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে বর্ণালীকে।
প্রসঙ্গত গত শুক্রবার শহরের অন্নপূর্ণা ঘাট সেতুর কাছে বরাক নদীর জলে শোভনের মৃতদেহ ভাসতে দেখা যায়। প্রথমত কেউ তাকে চিনতে না পারলেও পরবর্তীতে পরিবারের লোকেরা মৃতদেহ শনাক্ত করেন। পরিবারের লোকেরা পুলিশকে জানিয়েছেন, মৃতদেহ উদ্ধারের দুদিন আগে থেকে নাপাত্তা ছিলেন শোভন। আর নাপাত্তা হওয়ার কিছুক্ষণ আগে তার সঙ্গে ঝগড়া হয় বর্ণালীর। বর্ণালীর সন্তানকে ঘিরে এই ঝগড়ার কিছুক্ষন পর শোভন নাপাত্তা হন। শোভনের পরিবারের লোকেদের সন্দেহ, এই মৃত্যুর ঘটনার পেছনে হাত থাকতে পারে বর্ণালী ও তার পরিবারের লোকেদের।
বর্ণালীকে আটক করে জিজ্ঞাসাবাদ চালালেও পুলিশ এই মুহূর্তে নিশ্চিত করে কিছু বলতে রাজি নয়। পুলিশের এক সূত্র বলেন, বর্ণালীকে জিজ্ঞাসাবাদ করে ঘটনার পেছনে তাদের কোনও ভূমিকা রয়েছে কিনা তা যাচাই করে দেখা হচ্ছে।