অনলাইন ডেস্ক : নেশার জন্য ব্যবহৃত ৫ লক্ষ ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত করল পুলিশ। শিলচর শহরের অদূরবর্তী বাগাডহর এলাকা থেকে বাজেয়াপ্ত করা এসব ট্যাবলেটের মূল্য ৫০ কোটি টাকা । ট্যাবলেট বাজেয়াপ্ত করার সঙ্গে সঙ্গে গ্রেফতার করা হয়েছে দুজনকে। রুবেল হোসেন মজুমদার ও সহিদুল হোসেন মজুমদার নামে এই দুইজন সম্পর্কে সহোদর ভাই।
পুলিশ সুপার নূমল মাহাতো জানিয়েছেন, গোপন সূত্রের খবরের ভিত্তিতে সোমবার ভোররাত তিনটে নাগাদ রুবেলদের বাড়িতে অভিযান চালিয়ে বাজেয়াপ্ত করা হয় ট্যাবলেট। ৫০ টি প্যাকেটে মোড়া ছিল এসব ট্যাবলেট। ট্যাবলেট বাজেয়াপ্ত করে দুই ভাইকে গ্রেফতার করা হয়।
পুলিশ সুপার আরও জানান, মায়ান্মার থেকে মিজোরামের চাম্পাই হয়ে আনা হয়েছিল ট্যাবলেট। উদ্দেশ্য ছিল বহির্রাজ্যে পাচার করা। রুবেলদের বাড়ি থেকে বাজেয়াপ্ত করা হয়েছে একটি বোলেরো গাড়িও। ট্যাবলেট পাচারে ব্যবহৃত হতো এই গাড়ি। ধৃত রুবেল ও সহিদুলকে জিজ্ঞাসাবাদের সূত্রে ট্যাবলেট পাচার সম্পর্কে অনেক তথ্য পাওয়া যেতে পারে বলে আশা ব্যক্ত করেন তিনি। পরিসংখ্যান তুলে ধরে এদিন পুলিশ সুপার জানান, গত এক বছরে কাছাড় জেলায় বাজেয়াপ্ত করা হয়েছে ১২০০ কোটি টাকার মূল্যের নেশার ট্যাবলেট।