অনলাইন ডেস্ক : প্রতিবেশী নাবালককে অপহরণ করে আটকে রাখার অভিযোগ পুলিশ গ্রেফতার করলো শিলচর রংপুর গঙ্গাপাড়ার বাসিন্দা দিব্যজ্যোতি দাস (৪৩) নামে এক ব্যক্তিকে।
জানা গেছে দিব্যজ্যোতির বিপরীত দিকের বাড়ির বাসিন্দা সুহাস রায়(১৭) নামে ওই নাবালক কে বৃহস্পতিবার রাতে খুঁজে পারছিলেন না তার পরিবারের লোকেরা। এই অবস্থায় রাত সাড়ে নটা নাগাদ রংপুর পেট্রোল পোস্ট পুলিশের কাছে রিপোর্ট করেন। সঙ্গে তারা সন্দেহ ব্যক্ত করেন প্রতিবেশীর দিব্যজ্যোতিরা হয়তো আটকে রেখেছেন সুহাসকে। এই অবস্থায় পুলিশ দিব্যজ্যোতিদের বাড়িতে গিয়ে তল্লাশি চালায়। তল্লাশির সময় বাড়ির ছাদে হাত ও মুখ বাধা অবস্থায় পড়ে থাকতে দেখা যায় সুহাসকে। তাকে উদ্ধারের পাশাপাশি গ্রেফতার করা হয় দিব্যজ্যোতিকে।
সুহাসের মা অপর্না রায় জানিয়েছেন, তাদের বাড়ি থেকে রাস্তায় জল চলে যায় বলে প্রায় সময়ই দিব্যজ্যেতিরা গালিগালাজ করা সহ হুমকি দিয়ে থাকেন। এনিয়ে মামলাও চলছে। এর পাশাপাশি অন্যান্য নানা অজুহাত দেখিয়েও দিব্যজ্যেতিরা প্রায় সময় হুমকি দিয়ে থাকেন তাদের। তাই বৃহস্পতিবার রাতে যখন সুহাসকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, তখন প্রথমেই সন্দেহ জেগে উঠে দিব্যজ্যোতিদের ঘিরে। তিনি আশঙ্কা ব্যক্ত করেন, সুহাসকে উদ্ধার করা সম্ভব না হলে হয়তো দেবজ্যোতিরা তার বড় ধরনের ক্ষতি করতেন।
এদিকে দিব্যজ্যোতিদের পক্ষ থেকে সুহাসকে অপহরণ করে আটকে রাখার অভিযোগ অস্বীকার করা হয়েছে। তাদের কথায়, পুরানো শত্রুতার জেরে ফাঁসিয়ে দেওয়ার জন্য সুহাসের পরিবারের লোকেরা চুপিসারে ছাদে গিয়ে সুহাসের হাত ও মুখ বেঁধে ছাদে ফেলে রেখে যান। এরপর পুলিশকে জানিয়ে দিব্যজ্যোতিকে ফাঁসিয়ে দেন।
তবে পুলিশের বক্তব্য, প্রাথমিক তদন্তে ঘটনাটা দিব্যজ্যেতির কাজ মনে হওয়ায় তাকে গ্রেফতার করা হয়েছে।