অনলাইন ডেস্ক : শক্তিশালী গণতন্ত্রের জন্য চাই ভোটদানে ব্যাপক অংশগ্রহণ। সেই বার্তা নাগরিকদের কাছে পৌঁছে দিতে বিভিন্ন কার্যসূচি গ্রহণ করেছে কাছাড় জেলা প্রশাসন। তারই অঙ্গ হিসেবে শুক্রবার শিলচর ডিসি অফিসের রাস্তায় ভোটার সচেতনতামূলক পথ চিত্র অঙ্কন প্রতিযোগিতা ও প্রদর্শনী হয়। দুই শতাধিক শিল্পীর হাত ধরে রঙিন হয়ে উঠে কালো পিচের রাস্তা।
আসাম বিশ্ববিদ্যালয়ের দৃশ্যকলা বিভাগের ছাত্র-ছাত্রী থেকে শুরু করে শিলচর উধারবন্দ, লক্ষ্মীপুর সহ এ অঞ্চলের বিভিন্ন আর্ট স্কুল স্বতঃস্ফূর্তভাবে এই অনুষ্ঠানে যোগ দিয়েছে। উপস্থিত ছিলেন এ অঞ্চলের সুপ্রতিষ্ঠিত বর্ষিয়ান শিল্পীরাও। পথ চিত্রের বিষয় ছিল বরাকের পরম্পরাগত আলপনা, স্থাপত্য, নি:সর্গ ও জৈব বৈচিত্র। চিত্রের সঙ্গে ছিল একটি অন্তত ভোটার সচেতনতামূলক স্লোগান ও নির্বাচন কমিশন অনুমোদিত লোগো। প্রবল বৃষ্টি বার বার বিড়ম্বনা সৃষ্টি করলেও নাছোড় শিল্পীরা বেলা দশটা পর্যন্ত তাদের আঁকার কাজ চালিয়ে যান। গোটা অনুষ্ঠান যেন এক শিল্প উৎসবের রূপ নেয়। প্রচুর সংখ্যক শিল্প রসিকও ভিড় জমান এদিন। শুক্রবার সকাল ছয়টায় পথ-চিত্রের সূচনা হয়। তাই সকাল সাড়ে পাঁচটা থেকেই কাছাড়ের বিভিন্ন প্রান্ত থেকে শিল্পীদের ভিড় জমে উঠে।
এ অঞ্চলের বর্ষীয়ান শিল্পী বাচ্চু দাসের প্রতীকী অঙ্কনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। বাচ্চু দাস ছাড়াও বিশিষ্ট শিল্পী সমিত রায়, প্রদীপ আচার্য, মৃণালকান্তি রায়, অরুণ কুমার পাল, শ্যামল সাহা, আনন্দ কিশোর সিংহকে প্রশাসনের পক্ষে উত্তরীয় পরিয়ে সম্মানিত করেন জেলা উন্নয়ন আধিকারিক নরসিং বে। জেলা নির্বাচনী আইকন গণেশ নন্দীর তত্ত্বাবধানে এই পথ চিত্র প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সঞ্চালনা করেন জেলাশাসকের কর্মচারী মৃন্ময় নাথ।