অনলাইন ডেস্ক : মালিকানা হস্তান্তরের পর শিলচরে নয়া অবতারে চালু হচ্ছে বড়াইল ভিউ রিজেন্সি। আন্তর্জাতিক মানের সুবিধাযুক্ত ৪তারা এই হোটেলের আনুষ্ঠানিক উদ্বোধন হবে ১৪ মে। এ উপলক্ষে খ্যাতনামা অভিনেত্রী রাইমা সেন ও রিয়া সেনকে উড়িয়ে আনা হচ্ছে উদ্বোধনী অনুষ্ঠানে। বাড়তি আকর্ষণ হিসেবে থাকছে মণিপুরি ব্যান্ড, রাজস্থানি লোক সঙ্গীত ও অসমিয়া লোকনৃত্যের কম্বোপ্যাক। রবিবার এক সাংবাদিক সম্মেলনে এ কথা জানান বড়াইল ভিউ বিজেন্সির নয়া সত্বাধিকারী ভাবিয়া গ্রুপ ও ক্রিয়েটিভ গ্রুপ এর কর্মকর্তারা। বিশিষ্ট প্রমোটার নীলেশ আগরওয়াল, হোটেলের জেনারেল ম্যানেজার নন্দন সোম, অ্যাসিট্যান্ট জেনারেল ম্যানেজার গোপাল কুমার পালরা দাবি করেন, বরাকের হোটেল ব্যবসায় এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। সত্যিকার অর্থে উপত্যকায় এই প্রথম চার তারা হোটেলের সুযোগ-সুবিধা নিয়ে হাজির হয়েছে বড়াইল ভিউ রিজেন্সি।
তারা এ-ও দাবি করেন, উন্নতমানের খাবারের জন্য বিভিন্ন হোটেল রেস্তোরায় গিয়ে সাধারণত হতাশ-ই হতে হয়। সেই জায়গায় ব্যতিক্রমী ভাবনাচিন্তা রয়েছেন বড়াইল ভিউ রিজেন্সির। গ্রাহকদের উন্নত মানের খাবার সহ অন্যান্য সুযোগসুবিধা প্রদানে এই হোটেল সবসময়ই সতর্ক থাকবে। তাঁরা জানান, হোটেলে রয়েছে আমিষ নিরামিষ খাবারের ব্যবস্থা। এ জন্য রাখা হয়েছে সম্পূর্ণ আলাদা দু’টি রান্নাঘরের ব্যবস্থা।খাবারের মধ্যে রয়েছে থাই, চাইনিজ, ইন্ডিয়ান, থাই কন্টিনেন্টাল সহ আরও নানা দেশের সুস্বাদু খাবার। রয়েছে আন্তর্জাতিক সুবিধা যুক্ত অত্যাধুনিক ৫১টি থাকার রুম। এগুলি ফাইভ স্টার ক্যাটাগরিকেও হার মানাবে। এছাড়াও রয়েছে সাইট, ডিলাক্স ও সুপার ডিলাক্স রুম। পাশাপাশি রয়েছে আধুনিক স্পা, জিম, স্যুইমিং পুল, ব্যাংকোয়েট হল সহ যে কোনও উন্নত শহরের সমতুল্য পানশালা। যার পোশাকি নাম মিলেনিয়াম বার। হোটেল কর্তৃপক্ষ জানান, গ্রাহক পরিষেবা থেকে শুরু করে প্রতিটি খুটিনাটি বিষয়ে নজর রাখা হয়েছে। হোটেলে কর্মচারী রয়েছেন ১৫০ জন। এরমধ্যে সিংহভাগ দক্ষ কর্মচারী আনা হয়েছে কলকাতা থেকে।