অনলাইন ডেস্ক : খাদ্য ও অসামরিক সরবরাহ বিভাগ এবং ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের যৌথ অভিযানে বেরিয়ে এলো রান্নার গ্যাস সিলিন্ডার নিয়ে কাছাড়ে চলতে থাকা বড় ধরনের কেলেঙ্কারি। খাদ্য ও অসামরিক সরবরাহ বিভাগের পরিদর্শক দিবজ্যোতি পাঠক ও মিনার হোসেন এবং ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের শিলচর ডিভিশনের ডেপুটি জেনারেল ম্যানেজার বি কে সিংহ সহ তাদের সঙ্গীরা মিলে শুক্রবার একযোগে অভিযান চালান শিলচর রামনগর এলাকার তিনটি ধাবায়।
অভিযান চালিয়ে রামনগর বাইপাসে থাকা হোটেল রাজস্থানী এবং একই মালিক গোষ্ঠীর পরিচালিত ডনবস্কো স্কুলের অদূরবর্তী অন্য একটি ধাবা থেকে বাজেয়াপ্ত করা হয় ৫টি করে মোট ১০টি গো-গ্যাস ব্র্যান্ডের সিলিন্ডার। এছাড়া ওই এলাকার মেসার্স মাড়োয়ারী তন্দুরি ধাবা থেকেও বাজেয়াপ্ত করা হয় একই ব্র্যান্ডের আরও ২টি সিলিন্ডার।
খাদ্য ও অসামরিক সরবরাহ বিভাগের এক সূত্র জানান, গো গ্যাস সিলিন্ডার বটলিং হয় সুদূর পশ্চিমবঙ্গের বর্ধমানে। বরাক উপত্যকায় এসব সিলিন্ডারের কোনও বটলিং প্লান্ট বা ডিস্ট্রিবিউটর নেই। আর নিয়ম অনুযায়ী যেখানে কোনও সিলিন্ডার বটলিং হয় সেখান থেকে সাড়ে চারশ কিলোমিটার ব্যাসের বাইরে তা বিক্রি করা যায় না। আর বর্ধমান থেকে শিলচরের দূরত্ব কম করেও এক হাজার কিলোমিটার। এই অবস্থায় সিলিন্ডারগুলো কিভাবে এখানে এলো তা খতিয়ে দেখা হচ্ছে।
সূত্রটি আরও বলেন, গো গ্যাস ব্র্যান্ডের সিলিন্ডার এখানে বিক্রির পেছনে অবশ্যই বড় ধরনের কেলেঙ্কারি রয়েছে।এর পেছনে কারা রয়েছে তা খুঁজে বের করার জন্য পুলিশের সাহায্য চাওয়া হবে। এদিকে এই তিনটি ধাবা ছাড়া এদিন কাটিগড়ার হিলাড়া এলাকার মেসার্স নিউ হিলাড়া তন্দুরি ধাবা থেকেও ডোমেস্টিক সিলিন্ডার ব্যবসায়িক রান্নার ক্ষেত্রে ব্যবহার করায় পাঁচটি সিলিন্ডার বাজেয়াপ্ত হয়েছে বলেও জানা গেছে।