অনলাইন ডেস্ক : কুমারী মায়ের সন্তান প্রসবকে ঘিরে শিলচর ঘুঙ্গুর এলাকায় সৃষ্টি হয়েছে উত্তেজনার। পুলিশ এই ঘটনায় গ্রেফতার করেছে এলাকার আতালবস্তির বাসিন্দা আজিম উদ্দিন লস্কর (৫৮) নামে এক প্রৌঢকে। এদিকে আজিমের দৃষ্টান্তমূলক শাস্তি সহ ভিন্ন ধর্মাবলম্বী বছর ২৮শের ওই কুমারী মা যাতে উপযুক্ত ক্ষতিপূরণ পান এই দাবিতে শুক্রবার আতালবস্তির মুখে মেডিক্যালে যাওয়ার রাস্তায় পথ অবরোধ করা হয়।
জানা গেছে ভিন্ন ধর্মাবলম্বী যুবতীটি আজিম উদ্দিনের প্রতিবেশী। গত ৩০ জুন তিনি এক কন্যা সন্তানের জন্ম দেন। ঘটনা নিয়ে তার পরিবারের লোকেরা থানায় আজিম উদ্দিনকে অভিযুক্ত করে দায়ের করেন এজাহার। তারা পুলিশকে জানান প্রতিবেশী হওয়ার সুবাদে আজিমউদ্দিন প্রায়ই তাদের বাড়িতে আসতেন। আসা-যাওয়ার মাঝে নানাভাবে প্রলোভন দিয়ে এবং ভয় দেখিয়ে যুবতীর সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তোলেন। দরুণ যুবতীটি অন্তস্বত্বা হয়ে পড়েন, এবং ৩০ জুন জন্ম দেন কন্যা সন্তানের।
এজাহার দায়ের করার পর পুলিশ তদন্তে নেমে শুক্রবার গ্রেফতার করে আজিম উদ্দিনকে। এসবের মাঝে এদিন দুপুর দুটা নাগাদ স্থানীয় লোকজন আজিম উদ্দিনের দৃষ্টান্তমূলক শাস্তি সহ অন্যান্য দাবিতে সড়ক অবরোধ শুরু করেন। এতে সামিল হন
কিছু গেরুয়া পন্থী সংগঠনের সদস্যরাও। অবরোধের খবর পেয়ে বাহিনী নিয়ে ছুটে যান পুলিশকর্তারা। তারা অবরোধকারীদের সঙ্গে কথাবার্তা বলে বিহীত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে বিকেল তিনটে নাগাদ প্রত্যাহার করা হয় অবরোধ।
জানা গেছে ভিন্ন ধর্মাবলম্বী যুবতীটি আজিম উদ্দিনের প্রতিবেশী। গত ৩০ জুন তিনি এক কন্যা সন্তানের জন্ম দেন। ঘটনা নিয়ে তার পরিবারের লোকেরা থানায় আজিম উদ্দিনকে অভিযুক্ত করে দায়ের করেন এজাহার। তারা পুলিশকে জানান প্রতিবেশী হওয়ার সুবাদে আজিমউদ্দিন প্রায়ই তাদের বাড়িতে আসতেন। আসা-যাওয়ার মাঝে নানাভাবে প্রলোভন দিয়ে এবং ভয় দেখিয়ে যুবতীর সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তোলেন। দরুণ যুবতীটি অন্তস্বত্বা হয়ে পড়েন, এবং ৩০ জুন জন্ম দেন কন্যা সন্তানের।
এজাহার দায়ের করার পর পুলিশ তদন্তে নেমে শুক্রবার গ্রেফতার করে আজিম উদ্দিনকে। এসবের মাঝে এদিন দুপুর দুটা নাগাদ স্থানীয় লোকজন আজিম উদ্দিনের দৃষ্টান্তমূলক শাস্তি সহ অন্যান্য দাবিতে সড়ক অবরোধ শুরু করেন। এতে সামিল হন
কিছু গেরুয়া পন্থী সংগঠনের সদস্যরাও। অবরোধের খবর পেয়ে বাহিনী নিয়ে ছুটে যান পুলিশকর্তারা। তারা অবরোধকারীদের সঙ্গে কথাবার্তা বলে বিহীত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে বিকেল তিনটে নাগাদ প্রত্যাহার করা হয় অবরোধ।