শিলচর, ২৩ আগস্ট : আগামী ২৭ ও ২৮ আগস্ট শিলচরে অনুষ্ঠিত হতে চলেছে সারা অসম কর্মচারী পরিষদের ৩৭ তম বার্ষিক অধিবেশন। এতে যোগ দিতে রাজ্যের বিভিন্ন জেলা থেকে আসছেন প্রায় ১২০০ প্রতিনিধি। এবার অধিবেশন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল গত ১৬, ১৭ ও ১৮ মে। তবে বন্যা পরিস্থিতির দরুন তখন অধিবেশন স্থগিত রেখে পরবর্তীতে ২৭ ও ২৮ আগস্ট নতুন করে তারিখ নির্ধারণ করা হয়। মঙ্গলবার শিলচর জেলা কর্মচারী পরিষদের পক্ষ থেকে কৃষ্ণেন্দু রায়, সুদীপ ভট্টাচার্য সহ অন্যান্য কর্মকর্তারা জানান বিশেষ পরিস্থিতির দরুন এবার তিনদিনের বদলে দুদিনের কার্যসূচি হাতে নেওয়া হয়েছে। থাকছে না প্রকাশ্য অধিবেশন।
তাঁরা জানান, অধিবেশনে যোগ দিতে আসছেন পরিষদের মুখ্য উপদেষ্টা বাসবচন্দ্র কলিতা, সম্পাদক প্রধান (ভারপ্রাপ্ত) শ্যামন্ত দাস সহ বিভিন্ন জেলার প্রায় ১২০০ প্রতিনিধি। প্রতিনিধিদের থাকার ব্যবস্থা করা হবে নর্মাল স্কুল, রাষ্ট্রভাষা হিন্দি বিদ্যাপীঠ, ইন্ডিয়া ক্লাব মোড়ের সেলিব্রেশন বিবাহ ভবন ও রেলওয়ে রিক্রিয়েশন ক্লাবে। অধিবেশনের সফল করে তুলতে গঠন করা ১২টি উপ সমিতির সদস্যরা বর্তমানে সক্রিয় হয়ে উঠেছেন। সুদীপবাবুরা আরও জানান, অধিবেশনে কর্মচারীদের স্বাস্থ্য বিমা প্রকল্প, পুরানো পেনশন নীতি বহাল করা, শিক্ষকদের অর্জিত ছুটি, মাস্টাররোল-ক্যাজুয়াল কর্মীদের ইনক্রিমেন্ট, হাউসরেন্ট ইত্যাদি ইস্যুতে আলোচনা করে প্রস্তাব গ্রহণ করা হবে।
প্রসঙ্গত, এর আগে শিলচরে কর্মচারী পরিষদের রাজ্য অধিবেশন অনুষ্ঠিত হয়েছে ১৯৮৯,২০০০ এবং ২০১৪ সালে। এদিনের সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মলয় দত্ত, পান্না পাল, মনোজ চক্রবর্তী, অচ্যুতানন্দ ধর, দেবাশিস রায় ও কিরিটবিক্রম ভট্টাচার্য প্রমুখ।