অনলাইন ডেস্ক : শিলচর লোকসভা আসনে কংগ্রেসের মনোনয়ন চেয়ে আবেদন করলেন বিশিষ্ট আইনজীবী পীযূষকান্তি দাস। সোমবার দুপুরে শিলচর জেলা কংগ্রেস কার্যালয়ে জেলা সভাপতি অভিজিৎ পালের হাতে তিনি তাঁর আবেদন পত্র তুলে দেন। পরে পীযূষকান্তি সাংবাদিকদের বলেন, তিনি বিগত ১৬ বছর থেকে শিলচর আদালতে আইনজীবী হিসেবে কাজ করে যাচ্ছেন।আইন ব্যবসার সূত্রে কাছাড় জেলার সবকটি অঞ্চলের মানুষের সঙ্গে ব্যক্তিগতভাবে যোগাযোগ রয়েছে তাঁর। তিনি আগের থেকে সক্রিয় রাজনীতিতে জড়িত না হলেও কংগ্রেস দলের আদর্শে অনুপ্রাণিত ছিলেন এবং তাঁর বাদ্রিপারের বাড়ির কাছে থাকা প্রয়াত আইনজীবী তথা কংগ্রেস নেতা, সোনাইর প্রাক্তন বিধায়ক কুতুব আহমেদ মজুমদারকে ছোটবেলা থেকেই দেখে আসছিলেন এবং তাঁর আদর্শকে সামনে রেখেই তিনি কংগ্রেসের সঙ্গে জড়িত হন। তিনি আশাবাদী যে কাছাড় থেকে যে ব্যক্তিই কংগ্রেস দলের টিকেট পাবেন, সেই প্রার্থীর পক্ষে তিনি কাজ করবেন। আগামী লোকসভা নির্বাচনে শিলচরে কংগ্রেস প্রার্থীর জয় নিশ্চিত।
এদিন জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল বলেন, আসাম প্রদেশ কংগ্রেস কমিটির নির্দেশ মতে ১১ ডিসেম্বর থেকে ১৯ ডিসেম্বর অবধি আবেদন পত্র জমা দেওয়ার সময় ছিল। শেষ মুহূর্তে ১৯ ডিসেম্বর প্রদেশ সভাপতির নির্দেশক্রমে আরও তিন দিন বাড়ানো হয়েছিল। কিন্তু এর পরেও অনেকেই আবেদন করছেন। এখন পর্যন্ত শিলচর লোকসভা আসন থেকে কংগ্রেস প্রার্থী হওয়ার জন্য ৫টি আবেদনপত্র জমা পড়েছে। তিনি আরও বলেন, কংগ্রেস দলের নেতা-কর্মীরা তৃণমূল স্তর থেকে কাজ চালিয়ে যাচ্ছেন। আগামী লোকসভা নির্বাচনে কংগ্রেস প্রার্থীর জয় নিশ্চিত বলে মন্তব্য করেন তিনি। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অসম প্রদেশ কংগ্রেসের প্রবক্তা সঞ্জীব রায়, মহিলা কংগ্রেসের কাছাড় জেলা সভানেত্রী বন্দনা ত্রিবেদী রায়, জেলা কংগ্রেসের সহ-সভাপতি সীমান্ত ভট্টাচার্য, হিমন্ত সিংহ, রনি দত্ত প্রমুখ।