অনলাইন ডেস্ক : শিলচরে প্রথমবারের মতো ঊনিশের মহামিছিল আয়োজন করল ২৫টি স্বেচ্ছাসেবী সংগঠনের যৌথ সংগঠন হিউম্যানস অফ শিলচর। মঙ্গলবার শিলচর রাঙ্গিরখাড়ি নেতাজী মুর্তির পাদদেশ থেকে বিকেল ৪টায় মহামিছিল বের হয়। শহরের বিভিন্ন পথ পরিক্রমা শেষে গান্ধীবাগের শহিদ স্মৃতি সৌধ প্রাঙ্গণে এসে সমাপ্তি হয়। মিছিলে শহরের বিভিন্ন সংস্থা-সংগঠন, স্কুল-কলেজ, বিশিষ্ট ব্যক্তিবর্গ, বিভিন্ন রাজনৈতিক দলের কর্মকর্তারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করেন। বর্তমান ও আগামী প্রজন্মের কাছে ঊনিশের মহান বার্তা পৌঁছে দেওয়ার লক্ষ্যে সংস্থা এই মহা মিছিলের আয়োজন করেছে। ভবিষ্যৎ গড়ার পাশাপাশি উচ্চশিক্ষা আর প্রযুক্তির এই যুগে নিজের মাতৃভাষাকে যদি সম্মান জানাতে না পারলে সবকিছুই বৃথা যাবে বলে ধারণা সংস্থার।উপত্যকার ভাষা আন্দোলনের ইতিহাস সম্পর্কে বর্তমান ও আগামী প্রজন্মকে ওয়াকিবহাল করানোই সংস্থার মুল লক্ষ্য। নিজের ও অন্যের মাতৃভাষার প্রতি শ্রদ্ধাশীল ভাবনার নিরিখেই হিউম্যানস অফ শিলচর প্রথমবারের মতো এই সিদ্ধান্ত নিয়েছে।
এদিন ঊনিনের চেতনার বার্তা ছড়ানোর পাশাপাশি মোমবাতি জ্বালিয়ে আগামী প্রজন্মকে ঊনিশের আলোকবৃত্তে থাকার আহ্বান জানিয়েছেন সংস্থার কর্মকর্তারা।১৯৬১র রক্তস্নাত ঊনিশের ৬৩তম স্মরণ আয়োজনে মহামিছিল চলাকালীন জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থনের জন্য সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন আয়োজকরা।