অনলাইন ডেস্ক : শিলচরে আয়কর বিভাগের কার্যালয়ে হানা দিল সিবিআই। হানা দিয়ে বিভাগে কর্মরত দুজনকে ধরে নিয়ে যেতে বলে জানা গেছে।
শহরের সার্কিট হাউস রোড ও পি ডব্লু ডি রোডের সংযোগস্থলে জিএসটি কার্যালয় চত্বরে
থাকা আয়কর বিভাগের অ্যসিস্ট্যান্ট কমিশনারের কার্যালয়ে এদিন বিকেলের দিকে শুরু হয় সিবিআইর অভিযান। জানা গেছে শিলং থেকে আসা সিবিআইর একটি দল হানা দিয়ে সন্ধ্যার পর কার্যালয়ে কর্মরত দুজনকে উঠিয়ে নিয়ে যায়। কেন
এদের উঠিয়ে নিয়ে যাওয়া হয়েছে, এ নিয়ে সিবিআইর দলটির কেউই কিছু বলতে রাজি হননি।