অনলাইন ডেস্ক : দ্বিতীয় পর্যায়ের অরুনোদয় প্রকল্পের অনুষ্ঠানে হিতাধিকারীদের মধ্যে কার্ড তুলে দিলেন মন্ত্রী পীযূষ হাজরিকা। রাজ্যের ২৬ লক্ষ পরিবার আগামী ১০ নভেম্বর থেকে তাঁদের একাউন্টে অরুনোদয় প্রকল্পের ১২৫০ টাকা পাবেন। বুধবার শিলচরের পুলিশ প্যারেড গ্রাউন্ডে আয়োজিত অনুষ্ঠানে অংশ নিয়ে একথা জানান মন্ত্রী পীযূষ। এদিন মন্ত্রী জেলার ৩৫ হাজার ৪৪ জন হিতাধিকারীদের হাতে অরুনোদয়ের কার্ড তুলে দেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি পীযূষ আরও বলেন, রাজ্যজুড়ে মহিলাদের অর্থনৈতিক ও পুষ্টি নিরাপত্তা প্রদানের লক্ষ্যে ব্যাপক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তার মধ্যে সর্বাগ্রে ছিল অরুণোদয়, যা এর নাম অনুসারে অনেকের জন্য আক্ষরিক অর্থেই আশার আলো হয়ে উঠেছে। অরুণোদয় প্রকল্প ২০২০ সালে চালু হয়েছে। আর্থিক সহায়তার মাধ্যমে রাজ্যের আর্থিকভাবে দুর্বল পরিবারগুলির দারিদ্র্য দূরীকরণ এবং আর্থ-সামাজিক উন্নতির জন্য এই প্রকল্প গ্রহন করা হয়। ২০২০-২১ আর্থিক বছরে ১৯ লক্ষ মহিলা প্রতি মাসের ১০ তারিখে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রকল্পের টাকা পেয়েছেন। পরবর্তীতে ২০২১ সালের অক্টোবর মাস থেকে আসাম সরকার মাসিক সুবিধা বাড়িয়ে ১০০০ করেছে এবং ২০২২ অক্টোবর মাস থেকে সুবিধাভোগীরা বিদ্যুৎ ভর্তুকি হিসাবে অতিরিক্ত ২৫০ টাকা পাচ্ছেন। এইভাবে ১৯ লক্ষ পরিবারকে প্রতি মাসে ১২৫০ টাকা করে আর্থিকভাবে সহায়তা করা হচ্ছে।
পীযূষ বলেন, প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি এবং মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে সরকার আসামকে দেশের উন্নত ৫টি রাজ্যের মধ্যে পরিগণিত করার লক্ষ্যমাত্রা নিয়েছে। সড়ক, চিকিৎসা থেকে শুরু করে সর্বক্ষেত্রে বর্তমান সরকার উন্নয়নের জন্য আন্তরিকভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী, মিহিরকান্তি সোম, কৌশিক রাই, কাছাড়ের জেলাশাসক রোহন কুমার ঝা, বিজেপির জেলা সভাপতি বিমলেন্দু রায়, কনাদ পুরকায়স্থ, অমিতাভ রাই, রঞ্জিত লস্কর, নিত্যভূষণ দে, রাজদীপ গোয়ালা, অতিরিক্ত উপায়ুক্ত রাজীব রায় প্রমুখ।