অনলাইন ডেস্ক : অটোর লাগানো হুডের পেছনদিকের অংশ বাংলাদেশের জাতীয় পতাকার মতো করে সাজানো হয়েছিল। এই অভিযোগে সোমবার শিলচরের প্রেমতলা এলাকায়সৃষ্টি হয় উত্তেজনার। ওই ইলেকট্রিক অটোতে ভাঙচুর চালান পথ চলতি লোকজন সহ বজরং দলের সদস্যরা। এরপর চালক সহ অটো সমঝে দেওয়া হয় থানায়।
এদিন বেলা এগারোটা নাগাদ ঘটা এই ঘটনার পর বজরং দলের পক্ষ থেকে সদর থানায় দায়ের করা হয় এজাহার। এজাহারে উল্লেখ করা হয়েছে, সাম্প্রতিককালে বাংলাদেশে ভারত বিরোধী কার্যকলাপের জেরে এদেশে জনমনে ক্ষোভের সঞ্চার হয়েছে। বাংলাদেশের ভারতীয় জাতীয় পতাকাকে পদদলিত করতেও দেখা গেছে।এই পরিস্থিতিতে বৃহত্তর পরিকল্পনার অঙ্গ হিসেবে এখানে অস্থিরতা সৃষ্টির উদ্দেশ্যে অটোর পেছনে বাংলাদেশের জাতীয় পতাকার অনুকরণে সাজানো হয়েছে বলেই মনে হচ্ছে।
অটোর চালক মেহেরপুর পাচঘরি এলাকার বাসিন্দা ফয়জুর রহমান মজুমদার জানান, তিনি ভাড়ায় অটো চালান। মালিক আফজল হোসেন মেহেরপুর এলাকারই বাসিন্দা। সাজসজ্জা যা করার করিয়েছেন আফজল হোসেন। তবে তার কথায়, উদ্দেশ্যপ্রণোদিত নয় হয়তো কাকতালীয়ভাবে অটো সাজাতে গিয়ে বাংলাদেশের পতাকার মতো হয়ে গেছে।
পুলিশ জানিয়েছে ব্যাপারটা বর্তমানে খতিয়ে দেখাও।