অনলাইন ডেস্ক : শিলচর ঘনিয়ালা মোকাম ঘাট এলাকা থেকে উদ্ধার হল এক অজ্ঞাত পরিচয় যুবকের ঝুলন্ত মৃতদেহ। ঘটনাকে ঘিরে দানা বেঁধে উঠেছে রহস্য।
রবিবার সকালে মোকামঘাট এলাকায় জঙ্গলাকীর্ণ স্থানে একটি গাছের ডালে রশি দিয়ে গলায় ফাঁস পরানো অবস্থায় আনুমানিক বছর ৪০-এর ওই যুবকের মৃতদেহ ঝুলতে দেখা যায়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এদিন সকালে ঘনিয়ালা ঘাট এলাকায় শিশুরা খেলাধুলা করছিল। খেলার মাঝে একটি শিশু হঠাৎ ঝোপঝাড়ে ঘেরা এলাকায় একটু ভেতর দিকে গেলে তার নজরে পড়ে গাছের ডালে ঝুলে থাকা মৃতদেহ। তার সূত্রে খবর পেয়ে সেখানে জমায়েত হন বহুলোক। খবর দেওয়া হয় পুলিশকে। সকাল দশটা নাগাদ পুলিশ পৌঁছায় সেখানে। এরপর ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে প্রাথমিক তদন্তের পর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় মেডিকেল কলেজ হাসপাতালে।
পুলিশের এক সূত্র জানিয়েছেন মৃত যুবকের পরনে ছিল ফুল সার্ট ও ফুল প্যান্ট। তার শার্টের পকেটে একটি ১০ টাকার নোট ছাড়া আর কিছু পাওয়া যায়নি। মৃতদেহের পা কিছুটা বেঁকে এসে লেগেছিল মাটিতে। পুলিশের সূত্রটির বয়ান অনুযায়ী, মৃতদেহ দেখে মনে হয়েছে ওই যুবকের মৃত্যু ঘটেছে শনিবার। তবে এটা আত্মহত্যা না এর পেছনে অন্য কোনও রহস্য লুকিয়ে রয়েছে এনিয়ে নিশ্চিত হওয়া সম্ভব হয়নি।
প্রত্যক্ষদর্শী অনেকেই সন্দেহ ব্যক্ত করেছেন, যে গাছের ডালে, ওই যুবকের মৃতদেহ ঝুলছিল, তা এতটাই নিচু যে এতে ঝুলে আত্মঘাতী হওয়াটা হয়তো সম্ভব নাও হতে পারে। এছাড়া মৃত যুবকের পা যেভাবে মাটিতে লেগেছিল এ থেকেও তাদের অনেকে সন্দেহ ব্যক্ত করেছেন এটা হয়তো হত্যা। হত্যার পর ঘটনাটাকে আত্মহত্যার রূপ দিতে গলায় ফাঁস পরিয়ে গাছের ডালে ঝুলিয়ে দেওয়া হয়েছে মৃতদেহ ।
পুলিশ জানিয়েছে তদন্তে সব সম্ভাবনার কথাই খতিয়ে দেখা হচ্ছে। এর পাশাপাশি অপেক্ষা করা হচ্ছে ময়নাতদন্তের রিপোর্টের জন্য। ময়নাতদন্তের রিপোর্ট এলে স্পষ্ট হয়ে যাবে অনেক কিছুই। সেই সঙ্গে যুবকের পরিচয় জানার জন্যও চেষ্টা চালানো হচ্ছে। যুবকটির পরিচয় বের হলে সেই সূত্রে অনেক কিছু বেরিয়ে আসতে পারে বলে আশা ব্যক্ত করেছেন পুলিশের সূত্রটি।