অনলাইন ডেস্ক : আগামী ৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুদিনের সফরসূচি নিয়ে বরাক উপত্যকায় আসছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। ৭ সেপ্টেম্বর তিনি কাছাড়ে বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন ও শিলান্যাস করবেন। মুখ্যমন্ত্রীর সফরকে ঘিরে প্রস্তুতি খতিয়ে দেখতে মঙ্গলবার এসে পৌঁছেছেন জেলার অভিভাবক মন্ত্রী জয়ন্তমল্ল বরুয়া। এদিন বিভিন্ন স্থানে গিয়ে প্রস্তুতি খতিয়ে দেখার ফাঁকে ফাঁকে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে সরকারের উন্নয়নমূলক কাজকর্মের বিবরণ দেওয়ার পাশাপাশি রাজনৈতিক প্রতিপক্ষ কংগ্রেসের সমালোচনায়ও মুখর হন। গতকাল হাইলাকান্দিতে কংগ্রেসের দুই গুষ্টির বিবাদের সূত্র ধরে কটাক্ষ করে বলেন, মারপিটই তো কংগ্রেসের সংস্কৃতি।
মুখ্যমন্ত্রী বরাক উপত্যকায় এসে যেসব কার্যসূচিতে যোগ দেবেন এর মধ্যে রয়েছে শিলচর জেলা ক্রীড়া সংস্থার মাঠে অনুষ্ঠিত হতে যাওয়া জলজীবন মিত্র সম্মেলন। মন্ত্রী বরুয়া এদিন দুপুরে জেলাশাসক রোহন কুমার ঝা, পুলিশ সুপার নূমল মাহাতো সহ স্থানীয় বিধায়কদের নিয়ে সেখানে গিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে সব ব্যবস্থাদি খতিয়ে দেখেন। জেলা ক্রীড়া সংস্থার ময়দানের পর তিনি অন্নপূর্ণা ঘাট সেতু, বাদ্রি সেতু ও ডুংরিপার সেতু সহ অন্যান্য যেসব স্থানে মুখ্যমন্ত্রীর যাওয়ার কথা রয়েছে সেসব স্থানে গিয়েও সবকিছু খতিয়ে দেখেন।
জেলা ক্রীড়া সংস্থার ময়দানে প্রস্তুতির কাজ খতিয়ে দেখার পর সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, ৭ অক্টোবর বরাক উপত্যকার জন্য এক বিশেষ দিন। ওইদিন মুখ্যমন্ত্রীর হাত ধরে অনেক প্রাপ্তি ঘটতে চলেছে এই উপত্যকার। ওইদিন মুখ্যমন্ত্রী কাছাড় জেলায় তিনটি সেতুর উদ্বোধন সহ, ইন্টিগ্রেটেড ডিসি অফিসের শিলান্যাস, জল জীবন মিশনের ৭৫ টি প্রকল্পের উদ্বোধন সহ অন্যান্য কার্যসূচিতে যোগ দেবেন। সংবাদকর্মীরা শিলচরের রেহাল রাস্তাঘাট নিয়ে তার দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, কিছু কিছু এলাকায় উন্নয়নমূলক কাজ কর্মের দরুন খোড়াখুড়ির জেরে রাস্তা বেহাল হয়েছে। তবে সামগ্রিকভাবে শিলচরের রাস্তার পরিস্থিতি যাই হোক, সেসব সারিয়ে তোলা হবে শীঘ্রই।
ডুংরিপারে সেতু পরিদর্শনে গিয়ে আরেক দফা সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে কংগ্রেসের সমালোচনায় মুখর হন। গতকাল হাইলাকান্দিতে কংগ্রেসের দুই গোষ্ঠীর বিবাদের সূত্র ধরে প্রশ্ন উত্থাপন হলে তিনি বলেন, মারপিটই কংগ্রেসের সংস্কৃতি। এটা নতুন কিছু নয়, ওই দলে আগে থেকেই এসব চলে আসছে। এরপর প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বরার নাম নিয়ে বলেন, উনি নিজের দলে এসব দেখেও অন্য দলের সমালোচনা করে থাকেন। অন্যের সমালোচনা করার আগে তার উচিত নিজের দলকে ঠিকঠাক করা।