অনলাইন ডেস্ক : শিলচরে ইন্ডোর ক্রিকেট পিচ সম্পর্কে কিছুই জানা নেই অসম ক্রিকেট সংস্থার যুগ্মসচিব রাজেন্দর সিংয়ের। সোমবারই শিলচরে এসে বিষয়টি সম্পর্কে অবগত হলেন। গুয়াহাটি ফিরে গিয়ে এব্যাপারে তব্দির করবেন। শুধু পিচ নয় রাজ্যে ক্রিকেট ও ক্রিকেট পরিকাঠামো উন্নয়নে সরব এপেক্স কাউন্সিল। সোমবার দুপুরে শিলচর ডি এস এ র ক্রিকেট প্যাভিলিয়নে বসে এই মন্তব্য করলেন অসম ক্রিকেটের যুগ্মসচিব।
রাজ্যের ক্রিকেট উন্নয়নে এপেক্স কাউন্সিলকেই পরিকল্পনা নিতে হবে। এরজন্য জেলাগুলোতে রনজি সহ বিসিসিআইয়ের বিভিন্ন ম্যাচ আয়োজনের দায়িত্ব নেওয়া উচিত। এর জবাবে যুগ্মসচিব সিং বলেন, বিষয়টি নিয়ে তিনি কথা বলবেন। কারণ, ইতিমধ্যে রাজ্যের বেশ কয়েকটি জেলা ক্রিকেট পরিকাঠামোর উন্নতি করেছে। সুতরাং এগুলো পরিচর্চার প্রয়োজন বলে তিনিও মনে করেন। তাছাড়া অতিমারির পর শিলচরে বোর্ডের কোনও ম্যাচ হয়নি বলে আসার পর জানতে পেরেছেন। ক্রিকেটের উন্নয়নে এসিএ র ইতিবাচক মানসিকতা রয়েছে বলে জানালেও শিলচরের ইন্ডোর পিচ নির্মাণে কেন গড়িমসি, প্রশ্নে বিব্রত এসিএ যুগ্মসচিব।
কারণ, চলতি অর্থ বছর দাঁড়িয়ে শেষ লগ্নে। এমন পরিস্থিতিতে শিলচরে এসিএ র ইন্ডোর পিচ নির্মাণ প্রজেক্ট সেই শিল্যানস পর্বেই রয়েছে। অথচ গত বছরের সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত শিল্যানাস অনুষ্ঠানে দাঁড়িয়ে তৎকালীন সভাপতি রমেন দত্ত ঘোষণা দিয়েছিলেন ৩১ ডিসেম্বরের মধ্যে পিচ নির্মানের কাজ শেষ হবে। কিন্তু পিচ আজও সেই তিমিরে রয়েছে। এর কাজ এক চুলও এগোয়নি। আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, শিলচরে সফরে সবে এসেছেন। এখানকার পরিকাঠামো দেখেছেন। ভাল পরিকাঠামো। এখানে বিসিসিআইয়ের ম্যাচ না হবার কোনো কারণ দেখছেন না তিনি।