অনলাইন ডেস্ক : বরাক নদীতে জল বাড়ার সঙ্গে সঙ্গে শিলচর তারাপুর শিববাড়ি রোডে বাধকে ঘিরে সৃষ্টি হয়েছে আতঙ্কের। এই পরিস্থিতিতে সেখানে প্রস্তাবিত এলিভেটেড করিডোর নিয়ে প্রশ্ন তুলল কংগ্রেস।
বৃহস্পতিবার জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল সহ দলের এক প্রতিনিধি দল শিলচরে শিববাড়ি রোড সহ বন্যাক্রান্ত অন্যান্য এলাকা পরিদর্শন করেন। পরিদর্শনের পর দলীয় কার্যালয়ে সাংবাদিক সম্মেলন ডেকে তারা বলেন, শিলচরে অনুষ্ঠিত কেবিনেট বৈঠকে এলিভেটেড করিডোর তৈরির সিদ্ধান্ত হয়েছিল। কিন্তু আজ পর্যন্ত এর জন্য এক টাকাও বরাদ্দ হয়নি। অথচ শিলচরের বিধায়ক মাঝে মাঝেই সার্ভের নামে সেখানে গিয়ে নাটক করে থাকেন। অভিজিৎ বাবুরা বলেন, বর্তমানে শিব বাড়ি রোডকে ঘিরে যে অবস্থার সৃষ্টি হয়েছে তার সুরাহার পথ এলিভেটেড করিডোর তৈরি করা। কিন্তু আশ্চর্যজনকভাবে সিদ্ধান্ত নেওয়ার পরও সরকার তা বাস্তবায়নে কোনও আগ্রহ দেখাচ্ছে না।
তারা জেলায় বিভিন্ন এলাকায় বাঁধ তৈরি এবং স্লূইসগেট সংস্কারের নামে বড় ধরনের অনিয়মের আশ্রয় নেওয়া হয়েছে বলে অভিযোগ করে বলেন, বেতুকান্দি স্লূইসগেটই এর প্রমাণ।
কংগ্রেস কর্মকর্তারা শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তীর পাশাপাশি সাংসদ রাজদীপ রায় এবং এবারের লোকসভা নির্বাচনে বিজেপির প্রার্থী পরিমল শুক্লবৈদ্যের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন।
বলেন, ডিলিমিটেশন প্রক্রিয়ায় শিলচর সংরক্ষিত হওয়ার পর থেকেই নিরুদ্দেশ হয়ে গেছেন রাজদীপ রায়। আর পরিমল শুক্লবৈদ্য ভোটের সময় মানুষের দুয়ারে দুয়ারে ঘুরলেও বর্তমানে বিপদের সময় তার দেখাই মিলছে না। অথচ তিনি এখনও রাজ্যের মন্ত্রীর পদে রয়েছেন।
সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এবার লোকসভা নির্বাচনে কংগ্রেসের প্রার্থী সূর্যকান্ত সরকার, সীমান্ত ভট্টাচার্য, জুলফিকার আলম লস্কর, শান্তি কুমার সিং, দেবদীপ দত্ত ও জ্যোতি লাল দাস প্রমুখ।