অনলাইন ডেস্ক : বজরং দলের সদস্য শম্ভু কৈরীর হত্যার অভিযুক্ত সেলিম উদ্দিনের ফাঁসির দাবি জানিয়ে বৃহস্পতিবার বজরং দলের পক্ষ থেকে লক্ষীপুরে মহকুমাধিপতির হাতে এক স্মারকপত্র তুলে দেওয়া হয় । বজরং দলের সদস্যরা বৃহস্পতিবার লোকনাথ মন্দির থেকে একটি মিছিল বের করে শ্লোগান দিয়ে লক্ষীপুর মহকুমাশাসকের কার্যালয়ে উপস্হিত হন । মিছিলে প্রায় অর্ধশতাধিক বজরং দলের সদস্যরা অংশগ্রহণ করেন । উল্লেখ্য যে কর্মকুঞ্জ বিভাগের অন্তর্গত হাইলাকান্দি জেলায় অনুষ্ঠিত বজরং দলের তিন দিবসীয় প্রশিক্ষণ বর্গ সমাপ্ত করে শম্ভু কৈরী নামে এক শিক্ষার্থী ঘরে ফেরার উদ্দেশ্যে লোয়হাইপোয়া বাস স্ট্যান্ডে আনুমানিক রাত ৭ টা ৩০ মিনিটে পৌঁছায়। বাস স্ট্যান্ড থেকে প্রায় ৪/৫ মিনিট হাঁটার পর হঠাৎ পিছন থেকে সেলিম উদ্দিন নামে এক দুষ্কৃতি তাকে দা দিয়ে মাথায় সজোরে কোপ বসানোর সঙ্গে সঙ্গে সে মাটিতে লুটিয়ে পড়ে। রক্তাক্ত অবস্থায় তাকে নিকটবর্তী হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এই অমানবীয় হত্যকান্ডের সমগ্র রাজ্যজুড়ে প্রতিবাদ চলছে তারই পরিপ্রেক্ষিতে এই কার্যসূচী হাতে নেওয়া হয়ছে বলে জানান লক্ষীপুরের বজরং দলের নেতৃবৃন্দ।