অনলাইন ডেস্ক : অবশেষে শনাক্ত করা হলো বাদ্রিপার চতুর্থ খন্ড এলাকায় নির্মাণমান বাইপাসের পাশে জমি থেকে মৃতদেহ উদ্ধার হওয়া যুবককে। বীরেন ঘাটোয়ার নামে এই যুবক ছিলেন দিগর শ্রীকোনা এলাকার বাসিন্দা। অনুমান করা হচ্ছে, পেশায় অটোচালক বীরেনের অটো ছিনতাই করতেই তাকে হত্যা করা হয়েছে।
গত ২ জুলাই রবিবার বাইপাসের পাশে বীরেনের মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। তখন কেউই তাকে চিনতে পারেননি। তার গলায় ছিল গামছা দিয়ে ফাঁস পরানো এবং নাক দিয়ে রক্ত বেরিয়ে আসার চিহ্ন দেখা যায়। এ থেকে তখনই অনুমান করা হচ্ছিল, তাকে শ্বাসরুদ্ধ করে হত্যার পর মৃতদেহ ফেলে দেওয়া হয়েছে বাইপাসের পাশে। তার হাতে উল্কি একে “বীরেন-জি” লিখা থাকলেও এটাই তার নাম কিনা নিশ্চিত হওয়া যাচ্ছিল না। আর কেউ মৃতদেহ শনাক্ত করতে এগিয়ে না আসায়, হত্যাকাণ্ডের কোনও সংসূত্র খুঁজে পাচ্ছিনা পুলিশ।
গতকাল শনিবার তার পরিজনরা মেডিক্যাল কলেজ হাসপাতালে গিয়ে সনাক্তকরণের পর নিয়ে যান মৃতদেহ। তারা জানান, বীরেন অটো চালাতেন।
অটো নিয়ে বাড়ি থেকে বেরিয়ে ছিলেন। এরপর সন্ধানহীন হয়ে যান। বাইপাসের পাশে বীরেনের মৃতদেহ উদ্ধার হলেও পাওয়া যায়নি তার অটো।
হত্যার ধরন দেখে পুলিশ শুরু থেকেই সন্দেহ করছিল এটা কোনও গাড়ি ছিনতাইকারী চক্রের কাজ হতে পারে। এবার মৃতদেহ শনাক্ত হওয়ার পর পরিজনদের কাছ থেকে সবকিছু শুনে এ নিয়ে তারা প্রায় নিশ্চিত।
পুলিশের এক সূত্র জানান, ঘটনা নিয়ে বর্তমানে তদন্ত চলছে। যদিও তদন্তের স্বার্থে সূত্রটি এই মুহূর্তে খুব বেশি কিছু বলতে রাজি হননি।