অনলাইন ডেস্ক :যুবকের রহস্যজনক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য দেখা দিয়েছে লালায়। বছর ২৫ এর যুবক গুলশান হাবিব চৌধুরীর মৃতদেহ বাড়ির সামনেই পড়ে থাকতে দেখা যায়। তবে সেটা আত্মহত্যা না খুন এখনও তা স্পষ্ট কোনও খবর পাওয়া যায়নি। প্রাথমিক ভাবে আত্মহত্যা বলে মনে করছেন অনেকেই। কেননা তার হাতের একটি শিরাও কাটা রয়েছে এবং সিসি ক্যামেরায় বন্দি ভিডিওতে দেখা যায় গুলশান দ্বিতল ভবন থেকে পড়ছে। এই ঘটনাটি ঘটেছে বুধবার বেলা বারোটা নাগাদ লালার চন্দ্রপুরে। বাড়ির সামনেই যুবকের লাশ উদ্ধার, চাঞ্চল্য লালায়
স্থানীয় সূত্রে জানা যায়, গুলশানের কাকা মসজিদে নামাজ পড়তে ঘর থেকে বের হলে দেখতে পান রাস্তায় গুলশানের দেহ পড়ে রয়েছে। সঙ্গে সঙ্গে তিনি চিৎকার করলে পরিবারের লোক এবং প্রতিবেশীরা জমায়েত হন। খবর দেওয়া হয় পুলিশে। এ ঘটনার খবর পেয়ে ম্যাজিস্ট্রেট ও পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাইলাকান্দি এসকে রায় শিবির হাসপাতালে পাঠিয়ে দেন। আরও জানা যায়, গুলশান তার কাকার দ্বিতল ভবন থেকে পড়ে। এবং তার ঘরে একটি বিছানায় রক্তের চিহ্ন দেখা যায়। এসব দেখে স্থানীয়রা ধারণা করছেন গুলশান আত্মহত্যা করেছে। প্রয়াত গুলশান প্রাক্তন বিশিষ্ট শিক্ষাবিদ ও লালা ব্লক কংগ্রেসের সভাপতি নরুল হক চৌধুরী দ্বিতীয় ছেলে। এমন ঘটনায় গোটা পরিবার ভেঙ্গে পড়েছে। পাশাপাশি এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে।