অনলাইন ডেস্ক : মিডিয়া ক্রিকেটকে সামনে রেখে শুক্রবার লটারির মাধ্যমে গঠন করা হলো শিলচরের চারটি দল। লটারি পর্ব হলো ইটখোলা অ্যাথলেটিক ক্লাবে। এবার এই প্রতিযোগিতা শুরু হবে ৩১ জানুয়ারি। ইটখলা ক্লাবে আয়োজিত অনুষ্ঠান শুরু হয় মিডিয়া ক্রিকেটের টেকনিক্যাল কমিটির প্রধান দ্বিজেন্দ্রলাল দাসের প্রাসঙ্গিক বক্তব্যে। মিডিয়া ক্রিকেটের বর্তমান সংস্করণের বিভিন্ন তথ্য তুলে ধরেন তিনি। অনুষ্ঠানে ভাষণ পেশ করতে গিয়ে শিলচর জেলা ক্রীড়া সংস্থার সচিব বিজেন্দ্রপ্রসাদ সিং বলেন, “বাকসের সঙ্গে ডিএসএ-র একটা মধুর সম্পর্ক রয়েছে। আশা জরি সেটা ভবিষ্যতেও অটুট থাকবে। মিডিয়া ক্রিকেট চালাতে গিয়ে যেরকম সাহায্য দরকার, আমরা তা করব। মিডিয়া ক্রিকেট সুন্দর হোক, এটাই প্রত্যাশা।”
ডিএসএ সভাপতি বাবুল হোড় বলেন,” বাকস সদস্যরা সারা বছর কলম চালিয়ে থাকে। প্রতিবছর তাদের কজেলা দেখার জন্য আমরা মুখিয়ে থাকি। সুন্দর ক্রিকেট হবে তাই প্রত্যাশা রাখি।” হিতব্রত ভট্টাচার্য বলেন,” বাকস এবার রজত জয়ন্তী বর্ষ উদযাপন করতে চলেছে। এরমধ্যে মিডিয়ে ক্রিকেট হতে চলেছে একাদশতম সংস্করণ। যখন শুরু করেছি তখন মনে হয়নি এতোগুলি সংস্করণ করতে পারব। প্রতিটি বছর আমাদের সহযোগিতা করে থাকেন ডিএসএ কর্মকর্তারা। তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। কৃতজ্ঞতা প্রকাশ করছি এবারের স্পনসর পূর্বাচল প্রতিদিনের প্রতি আমরা কৃতজ্ঞ।” প্রতিযোগিতার টাইটাল স্পনসরার পূর্বাঞ্চল প্রতিদিনের পক্ষে উপস্থিত ছিলেন ফাহিম সিদ্দিকি। তিনি তাঁর বক্তব্যে বলেন,” এই ফেস্টের সঙ্গে যুক্ত হতে পেরে আমাদের বেশ ভালো লাগছে। প্রতিযোগিতাকে সুন্দর করতে আমাদের তরফে যতটুকু সাহায্য প্রয়োজন, আমরা করব।” আজকের অনুষ্ঠান সঞ্চালনা করেন সায়ন বিশ্বাস।
অতিথিদের বক্তব্যের পর শুরু হয় লটারি। লটারির মাধ্যমে গঠন করা হয় চারটি দল।
রোজকান্দি প্রেস স্ট্রাইকার্স: অরিন্দম গুপ্ত, সত্যজিৎ শুক্লবৈদ্য (উইকেট কিপার), দিলু দাস,ধ্রুবজ্যোতি মজুমদার, কিশাণ মালা,ইয়াসিন মজুমদার, বিশ্বজিৎ দত্ত, বাপ্পা দাস, জাকির হুসেন,, তাহের আহমেদ মজুমদার,,শিবানন্দ সিং, বাপন গোস্বামী, সুমিত শুক্লবৈদ্য, গণেশ নন্দী।
বিষ্ণুপ্রিয়া রায় প্রেস ফাইটার্স: সঞ্জীব সিং,,অনিরুদ্ধ লস্কর, রোশন সিং,শুভ্রাংশ পাল, দিলোয়ার হুসেন, দেবু দাস, মণিভূষণ চৌধুরী, রাজু সেনগুপ্ত, বাপী নাথ, সত্রাজিৎ সেন, নীলোৎপল দেব, দেবাশিস সোম, অশোক রাজকুমার, শ্যাম সিনহা।
মলিন শর্মা খবর হিরোজ : আহাদুল আহমেদ, অনির্বান রায়চৌধুরী,, মানসু সিনহা, গৌতম তালুকদার,প্রশান্ত বিকাশ রায়,তাজ উদ্দিন ,চিরঞ্জীব নাথ, নিরুপম দাস, অজিত দাস, গোপাল দাস সিনহা, ভোলা নাথ, রাজু নাথ, তাপস নাথ, বিশাল দাস।
শিবদুর্গা মিডিয়া প্যান্থার্স:জয়দীপ দাস (উইকেটকিপার ), অমলাভ দাস, দিলীপ সিং, বাপি আচার্য, দেবাশিস দাস, বিজু চন্দ,মুকুল দাস,মখসুদুল চৌধু্রী,শুভেন্দু দাশ, সায়ন বিশ্বাস, সুব্রত দাস, শিবাশিস ভট্টাচার্য, শিবম দত্ত, মনোজকুমার রায়।