অনলাইন ডেস্ক : অন্যান্য সংস্থাগুলিকে টক্কর দিতে নতুন বিলাসবহুল গাড়ি বাজারজাত করল বিশ্বখ্যাত গাড়ি নির্মায়ক সংস্থা হুন্ডাই। নতুন মডেলের আই ১০ নিওস লঞ্চ করেছে তারা। শিলচরের শো রুম সিঙ্গি হুন্ডাইয়ে এই মডেলের প্রথম গাড়িটা ক্রয় করেন মন্টি মালি। সংস্থার আধিকারিকদের দাবি অনুযায়ী, অনন্য কিছু ফিচার রয়েছে এই গাড়িটির। সেজন্যই গ্রাহকদের মধ্যে ব্যাপক চাহিদা রয়েছে আই ১০ নিওসের। উল্লেখ্য, উন্নতমানের এমিশন নর্মস, রিয়েল টাইম ড্রাইভিং এমিশনের পাশাপাশি উচ্চমানের সেফটি নর্মস যেমন ভেহিকল স্টাবিলিটি ম্যানেজমেন্ট,ইলেট্রনিক স্টেবিলিটি কন্ট্রোল, ছয়টি এয়ারব্যাগ, হিল এসিস্ট সহ ১৫ টি নতুন ফিচার যোগ করা হয়েছে। গাড়িটি ইতিমধ্যে ক্রেতাদের মধ্যে তুমুল আলোড়ন সৃষ্টি করেছে। শোরুমে এই গাড়ির দাম ৫.৬৮ লক্ষ থেকে শুরু হবে।