অনলাইন ডেস্ক : শেষ নিশ্বাস ত্যাগ করলেন শহরের মালুগ্রাম জয়কুমার রোডের বাসিন্দা শিলচর রোটারি ক্লাবের প্রাক্তন সম্পাদক বিশিষ্ট সমাজসেবী চন্দনা পুরকায়স্থ। শুক্রবার রাত ৯টা নাগাদ কলকাতার এপোলো হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৬৩।
প্রয়াত চন্দনা পুরকায়স্থ রেখে গেছেন স্বামী বিশিষ্ট চিকিৎসক ডা: বিজন পুরকায়স্থ, একমাত্র পুত্র হৃদরোগ বিশেষজ্ঞ ডা: বিশ্বরূপ পুরকায়স্থ, পুত্রবধূ আধ্যা পুরকায়স্থ সহ অন্যান্য পরিজনদের। পারিবারিক সূত্রে জানা গেছে, চন্দনা পুরকায়স্থ কিছুদিন ধরে ক্যান্সার রোগে ভুগছিলেন। এর জন্য কলকাতায় টাটা মেমোরিয়াল হাসপাতালে তার চিকিৎসা করানো হয়। ওই হাসপাতালে চিকিৎসার পর তাকে নিয়ে যাওয়া হয়েছিল কলকাতায় তাদের পারিবারিক আস্তানায়। তবে সম্প্রতি তার সমস্ত দেহে ভয়ঙ্কর ধরনের সংক্রমণ হয়। যার দরুন ফের ভর্তি করানো হয় কলকাতারই এপোলো হাসপাতালে। ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে।
প্রসঙ্গত চন্দনা পুরকায়স্থ ২০০৬-০৭ সালে আসীন ছিলেন শিলচর রোটারি ক্লাবের সম্পাদক পদে। এছাড়া রোটারি ক্লাব শিলচর পিঙ্কের তিনি ছিলেন প্রতিষ্ঠাতা সভাপতি। রোটারি ক্লাবের বিভিন্ন কার্যসূচি সহ অন্যান্য ক্ষেত্রেও জড়িত থেকে তিনি আজীবন চালিয়ে গেছেন নানা সমাজসেবামূলক কাজ কর্ম। এছাড়া তিনি জড়িত ছিলেন বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের সঙ্গে।
তাঁর পুত্র ডা: বিশ্বরূপ পুরকায়স্থ সম্পর্কে জানা গেছে, তিনি নিউজিল্যান্ডে কর্মরত ছিলেন। তবে সেই কাজ ছেড়ে কিছুদিন ধরে কলকাতায় ছিলেন অসুস্থ মায়ের পাশে। চন্দনা পুরকায়স্থের মৃত্যুতে বিভিন্ন মহলে নেমে এসেছে শোকের ছায়া। তার মৃত্যুতে রোটারি ক্লাবের কর্মকর্তা তথা দৈনিক সাময়িক প্রসঙ্গের সম্পাদক তৈমুর রাজা চৌধুরী এক শোকবার্তায় বলেন-“চন্দনা দেবীর এভাবে অসময়ে চলে যাওয়াটা তিনি মন থেকে মেনে নিতে পারছেন না। এই অপরিণত মৃত্যুর সামনে দাঁড়িয়ে নিজের অস্তিত্বটাই বারবার বিপন্ন থেকে বিপন্নতর মনে হচ্ছে তার। প্রানচঞ্চল এই মহিলার মধ্যে বনেদি ঐতিহ্য ও আধুনিকতার অপূর্ব মেলবন্ধন ঘটেছিল। চন্দনা পুরকায়স্থ অনন্তকাল বেঁচে থাকবেন তার স্মৃতিতে।” গভীর শোক ব্যাক্ত করেছেন প্রাক্তন সাংসদ সুস্মিতা দেব, রোটারি ক্লাবের অ্যাসিস্ট্যান্ট গভর্নর ডা: সিদ্ধার্থ শংকর ভট্টাচার্য, শিলচর রোটারি ক্লাবের বর্তমান সভাপতি দেবাশীষ চক্রবর্তী ও প্রাক্তন সভাপতি রামানুষ গুপ্ত সহ অন্যান্যরা।
চন্দনা দেবীর পারিবারিক সূত্রে জানা গেছে, এদিন রাতেই কলকাতার নিমতলাঘাট শ্মশানে তাঁর শেষকৃত্য হওয়ার কথা।।