অনলাইন ডেস্ক : রামনগরে দুর্ঘটনায় আহত যুবতীর মৃত্যু হল শনিবার। তিনদিনের মাথায় বড়খলা জারইলতলার তরুণী অমৃতা নাথের শনিবার সকালে মেডিকেল কলেজে মৃত্যু ঘটে। জারইলতলায় বাসিন্দা অতুল নাথের একমাত্র কন্যার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। উল্লেখ্য, এ দূর্ঘটনা সংগঠিত হয়েছিল গত বৃহস্পতিবার বিকেলে। শিলচর রামনগরে যাত্রীবাহী অটো ও লরির সংঘর্ষে ঘটনাস্থলে মৃত্যু ঘটেছিল শ্রীকোণার এক মা ও শিশু পুত্রের। গুরুতর জখম হয়েছিলেন তিনজন। তাদের ভর্তি করা হয়েছিল শিলচর মেডিকেল কলেজে।