অনলাইন ডেস্ক : প্রতিকুল আবহাওয়ার মধ্যে পার্শ্ববর্তী গ্রাম থেকে বাড়ি ফেরার পথে বজ্রপাতের কবলে পড়ে অকালে প্রাণ হারালেন এক ব্যাক্তি। মৃত ব্যাক্তির নাম আব্দুল কালাম (৪০)। বাড়ি রামকৃষ্ণনগর থানা এলাকার নয়াটিলা গাঁও পঞ্চায়েতের চাঁদখানি গ্রামে। জানাগেছে হতভাগা আব্দুল কালাম জল তোলার পাম্প আনতে উনার দুই সঙ্গীকে নিয়ে পার্শ্ববর্তী গ্রাম টেঙ্গারগুলে গিয়েছিলেন। কিন্তু সঙ্গীদের বাধা উপেক্ষা করে বুধবার দুপুরে প্রতিকুল আবহাওয়ার মধ্যে একা বাড়ি ফিরতে গিয়ে বিপত্তিতে পড়েন তিনি। খোলা মাঠে টাওয়ারের পাশে দিয়ে হেঁটে যাওয়ার সময় বজ্রাঘাতে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। সে সময় আশপাশে কেউই ছিলেন না। কিন্তু দীর্ঘ সময় তিনি বাড়িতে না ফেরায় পরিবার ও গ্রামের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। এতে মাঠের মধ্যে লুটিয়ে পড়া অবস্থায় তাঁকে উদ্ধার করে সঙ্গে সঙ্গে রামকৃষ্ণনগর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু পরীক্ষা নিরীক্ষার পর চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির অকাল মৃত্যুতে নিঃস্ব হয়ে পড়েছে উনার পরিবার। সাত ও নয় বছরের দুই ছেলে মুরাদ আহমেদ ও মারুফ আহমেদ কে নিয়ে অসহায় হয়ে পড়েছেন তাঁর স্ত্রী।