অনলাইন ডেস্ক : এআইইউডিএফ-এর সঙ্গে জোটের সব সম্ভাবনা উড়িয়ে দিয়ে লোকসভা নির্বাচনে রাজ্যের চৌদ্দটি কেন্দ্রের প্রার্থী প্যানেল তৈরি করে এআইসিসি-র দরবারে পাঠিয়েছে প্রদেশ কংগ্রেস। নগাঁও, কলিয়াবর এবং বরপেটা কেন্দ্রের জন্য একাধিক প্রার্থীর প্যানেল তৈরি করা হয়নি। এই তিন কেন্দ্রে প্রার্থী হিসেবে রাখা হয়েছে বর্তমান সাংসদ প্রদ্যোৎ বরদলৈ, গৌরব গগৈ এবং আব্দুল খালেককে। বাকি এগারোটি কেন্দ্রের প্যানেলে প্রার্থী হিসেবে একাধিক নাম আছে। শিলচরের প্যানেলে আছেন দুই বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ এবং মিসবাহুল ইসলাম লস্কর। করিমগঞ্জে সম্ভাব্য প্রার্থীদের তালিকায় আছেন প্রাক্তন বিধায়ক শম্ভু সিংহ মালা, প্রাক্তন প্রাক্তন সাংসদ ললিতমোহন শুক্লবৈদ্যের নাতনী নৈঋতা জয়শুক্ল । এছাড়া ধুবড়ির প্যানেলে আছেন বর্তমান বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী রকিবুল হোসেন। এদিকে, এই প্রার্থী প্যানেল রা নিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বরা বলেছেন, লোকসভা ভোটে কারা দলের প্রার্থী হবেন সেটা ঠিক করবে এআইসিসি। তবে যাঁদের নাম নিয়ে চর্চা শুরু হয়েছে, তাঁদের মধ্য থেকেই চৌদ্দ কেন্দ্রের প্রার্থীদের বেছে নেওয়া হবে।
গুয়াহাটি কেন্দ্রের প্যানেলে আছে ছয়জনের নাম। এঁরা হলেন— দ্বিজেন শর্মা, ববিতা শর্মা, রানী নরহ, মানস বরা, রমেন বরঠাকুর এবং মীরা বরঠাকুর। এদিকে, এই প্রার্থী প্যানেল প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বরা বলেছেন, লোকসভা ভোটে কারা দলের প্রার্থী হবেন সেটা ঠিক করবে এআইসিসি। তবে যাঁদের নাম নিয়ে চর্চা শুরু হয়েছে, তাঁদের মধ্য থেকেই চৌদ্দ কেন্দ্রের প্রার্থীদের বেছে নেওয়া হবে। গুয়াহাটি কেন্দ্রের প্যানেলে আছে ছয়জনের নাম। এঁরা হলেন— দ্বিজেন শর্মা, ববিতা শর্মা, রানী নরহ, মানস বরা, রমেন বরঠাকুর এবং মীরা বরঠাকুর।
ডিব্রুগড়ের প্যানেলে আছেন বিপুল গগৈ, এতোয়া মুন্ডা, রাজু সাহু, প্রণব বরুয়া, মীনা তেলি। লখিমপুরের প্যানেলে রাখা হয়েছে ধন বুঢ়াগোঁহাই, হেমহরি পেগু, শৈলেন সোনোয়াল, দ্বিপেন বরা এবং জ্যোতি দলেকে। কংগ্রেসের এই প্রার্থী প্যানেল নিয়ে মন্তব্য করতে গিয়ে এআইইউডিএফ সভাপতি বদরুদ্দিন আজমল বলেছেন, প্রদেশ কংগ্রেস যা-ই বলুক, তাঁদের এই তালিকা ধোপে টিকবে না। কারণ কংগ্রেস নেতা দিগ্বিজয় সিংহ বলেছেন, এআইইউডিএফ-এর সঙ্গে কংগ্রেসের জোট হবেই। সেই সিদ্ধান্ত নেবে কংগ্রেস হাইকমান্ড। ‘দিগ্বিজয় সিংহ আমাকে জোট নিয়ে মুখ বন্ধ রাখতে বলেছেন। তিনি বলেছেন, প্রদেশ কংগ্রেস নেতৃত্ব যে সিদ্ধান্তই নিন না কেন, জোট স্থির হবে দিল্লিতে। সেজন্য আমিও এআইইউডিএফ-এর সবাইকে বলে দিয়েছি, তাঁরা যেন রাজ্য কংগ্রেস নেতাদের বিরুদ্ধে কোনও মন্তব্য না করেন,’ বলেন আজমল। তবে তিনি এমন নির্দেশ দিলেও কংগ্রেসের প্রার্থী প্যানেল নিয়ে কটাক্ষ করেছেন সোনাইয়ের বিধায়ক করিম উদ্দিন বড়ভূইয়া। তাঁর বক্তব্য, চব্বিশের লোকসভা ভোটে বিগ জিরো পাবে কংগ্রেস।