অনলাইন ডেস্ক : অসমের সরকারি কর্মচারী এবং পেনশনারদের ৪ শতাংশ মহার্ঘ্যভাতা (ডিএ বা ডিয়ারনেস অ্যালাউন্স) বাড়ানো হয়েছে। বৃহস্পতিবার এই সুখবর জানিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এর ফলে এখন থেকে অসমের সরকারি কর্মচারীদের মোট মহার্ঘ্যভাতা বেড়ে ৫০ শতাংশ হয়েছে। বর্ধিত মহার্ঘ্যভাতা চলতি বছর, ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হবে বলেও জানান তিনি। এদিন দিশপুর লোকসেবা ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই ঘোষণা করে মুখ্যমন্ত্রী হিমন্ত বলেন, আসন্ন লোকসভা নির্বাচনের দরুন সরকার কিস্তিতে রাজ্য সরকারি কর্মচারীদের অ্যাকাউন্টে এই অর্থ জমা করবে। প্রথম বকেয়া মে মাসে, দ্বিতীয় বকেয়া জুন মাসে এবং তৃতীয় বকেয়া জুলাই মাসে দেওয়া হবে।
মুখ্যমন্ত্রী এদিন রাজ্যের নিম্ন প্রাথমিক (এলপি) এবং মধ্য ইংরেজি (এমই) স্কুলগুলিতে চতুর্থ গ্রেডের কর্মচারী নিয়োগের বিষয়েও গুরুত্বপূর্ণ ঘোষণা করেছেন। এলপি, এমই, উচ্চ মাধ্যমিক চতুর্থ শ্রেণির কর্মচারীরা মেধার ভিত্তিতে তাঁদের গ্রামে নিয়োগ পাবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এছাড়া ‘প্রধানমন্ত্রী সূর্যঘর মুফত বিজলি প্রকল্প’-এর অধীনে দেশে কেন্দ্রীয় সরকার ৭৫ হাজার কোটি টাকা মঞ্জুর করেছে বলেও জানান মুখ্যমন্ত্রী শর্মা। তিনি বলেন, রাজ্যে বর্তমানে তিন হাজার বাড়িতে সোলার প্যানেল রয়েছে। এক কিলোওয়াটের সোলার প্যানেলের বাজার মূল্য ৫০ হাজার টাকা। কেন্দ্রের প্রকল্প অনুযায়ী গ্রাহকপিছু ৩০ হাজার টাকার অনুদান দেওয়া হবে। সেই সঙ্গে রাজ্য সরকার দেবে ১৫ হাজার টাকা। গ্রাহককে মাত্র ৫ হাজার টাকা খরচ করতে হবে বলে মুখ্যমন্ত্রী উল্লেখ করেন। এছাড়া সাংবাদিকদের ওই ৫ হাজার টাকাও খরচ করতে হবে না। ১ কিলোওয়াট সোলার প্যানেলের জন্য সেই ৫ হাজার টাকা দেবে রাজ্যের তথ্য ও জনসংযোগ দফতর, জানান মুখ্যমন্ত্রী।