অনলাইন ডেস্ক : রাজ্যে মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে ১৬ ফেব্রুয়ারি থেকে। শেষ হবে ৪ মার্চ। অসম মাধ্যমিক শিক্ষা পর্ষদ সোমবার পরীক্ষার রুটিন প্রকাশ করেছে। সেবার রুটিন অনুযায়ী, ২ ফেব্রুয়ারি থেকে প্রাকটিক্যাল পরীক্ষা এবং থিয়োরি পরীক্ষা হবে ১৬ ফেব্রুয়ারি থেকে। গত মাসে সেবা ঘোষণা করেছিল আগামী মাধ্যমিক পরীক্ষায় অবজেক্টিভ টাইপ প্রশ্নপত্র চালু করা হবে।
সেবা কর্তৃপক্ষ সোমবার পরীক্ষার রুটিন ঘোষণা করে প্রতিটি জেলার স্কুল সমুহের পরিদর্শকদের পরীক্ষা পরিচালনা সংক্রান্ত একটি নির্দেশিকা জারি করেছেন।এতে জানানো হয়েছে, প্রতিটি মূল বিষয় যেমন ইংলিশ, সাধারণ গনিত, সাধারণ বিজ্ঞান এবং সমাজ বিজ্ঞানে মোট নম্বরের পঞ্চাশ শতাংশ প্রশ্ন থাকবে অবজেক্টিভ টাইপ। এর জন্য প্রত্যেক পরীক্ষার্থীর নামে একটি করে ওএমআর সিট থাকবে। অবশিষ্ট পঞ্চাশ শতাংশ নম্বরের পরীক্ষা নেওয়া হবে পৃথক উত্তরপত্রে। আগের মতই ১৬ পাতার উত্তরপত্র দেওয়া হবে প্রত্যেক ছাত্রছাত্রীকে।