অনলাইন ডেস্ক : অসম বিদ্যুৎ বিতরণ কোম্পানি লিমিটেড অর্থাৎ এপিডিসিএল এবার লোকসানের বোঝা গ্রাহকের ঘাড়ে তুলে দিচ্ছে।আগামী ১ অক্টোবর থেকে ইউনিট প্রতি ৩০ পয়সা থেকে ১ টাকা ২৯ পয়সা পর্যন্ত মাশুল বাড়ছে। বিভাগের লোকসানের বোঝা কমাতে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত নতুন হারে মাশুল সংগ্রহ করা হবে বলে এপিডিসিএল-এর পক্ষ থেকে জানানো হয়েছে। তবে যেসকল গ্রাহক ৩০০ ইউনিটের অধিক বিদ্যুৎ ব্যবহার করবেন তাদের কাছ থেকে অতিরিক্ত মাশুল সংগ্রহ করা হবে বলে জানানো হয়েছে। বাণিজ্যিক সংযোগের ক্ষেত্রেও অতিরিক্ত মাশুল আরোপ করা হয়েছে। জ্বালানি এবং বিদ্যুৎ ক্রয়ের মূল্য বৃদ্ধির জন্য এই সিদ্ধান্ত নিয়েছে এপিডিসিএল।