অনলাইন ডেস্ক : রাজস্থানে পুনরায় ক্ষমতায় আসাই লক্ষ্য কংগ্রেসের। দলের সবাই ঐক্যবদ্ধ। এই দাবি করলেন কংগ্রেস নেতা শচীন পাইলট। মঙ্গলবার শচীন পাইলট বলেছেন, রাজস্থানের জনগণ কংগ্রেসকেই চায়। দল, সরকার ও কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দলের সবাই একতাবদ্ধ এবং সবাই ঐক্যবদ্ধভাবে কংগ্রেস নেতৃত্ব, রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গে কাজ করছেন। আমরা আবার ক্ষমতায় ফিরে জনগণের সেবা করার লক্ষ্য রাখছি।
রাজস্থানে উপর্যুপরি পেপার লিকের ঘটনায় শচীন পাইলট বলেছেন, রাজস্থানের তরুণদের উচ্চাকাঙ্ক্ষা রয়েছে। উপর্যুপরি (পেপার লিক) এই ঘটনা দুঃখজনক। অল্প সময়ের মধ্যেই অপরাধীরা ধরা পড়েছে, তবে বড় মাছও ধরা উচিত। জনগণের আস্থা তৈরির জন্য আমাদের কাজ করা উচিত।