রবীন্দ্রনাথের ‘স্ফুলিঙ্গ’ কাব্যগ্রন্থ থেকে বসন্ত বিষয়ক চারটি অণু-কবিতা
সংখ্যা- ১৩
আকাশের আলো মাটির তলায়
লুকায় চুপে,
ফাগুনের ডাকে বাহিরিতে চায়
কুসুম রূপে।
সংখ্যা -১৯
আপনি ফুল লুকায়ে বনছায়ে
গন্ধ তার ঢালে দখিনবায়ে।
সংখ্যা – ২২
আয় রে বসন্ত, হেথা
কুসুমের সুষমা জাগা রে
শান্তিস্নিগ্ধ মুকুলের
হৃদয়ের গোপন আগারে।
ফলেরে আনিবে ডেকে
সেই লিপি যাস রেখে,
সুবর্ণের তুলিখানি
পর্ণে পর্ণে যতনে লাগা রে।
সংখ্যা -৬১
চৈত্রের সেতারে বাজে
বসন্ত বাহার,
বাতাসে বাতাসে উঠে
তরঙ্গ তাহার।