শীতের সকাল
সানোয়ারা বেগম চম্পা
পদ্ম ফোটা দিঘির জলে
মাছরাঙাদের ভিড়,
কুয়াশা ঢাকা ময়না নদীর তীর।
কাক-শালিকের কলরবে
সদ্য ফোটা ভোর,
আম-কাঁঠালের ছায়ায় ছায়ায়
পথটি গেছে অনেক দূর।
সরতোলা জলে
কানুমাঝি তরীখানা
নিয়ে যায় ঠেলে।
ধানের খেতে দোল দিয়ে
রেলগাড়ি ছোটে,
শীতের হাওয়ায় শুকনো পাতা
পথের ধুলায় লোটে।